Thursday, 1 August 2019

আগামী পৌরনির্বাচনে লড়তে চলেছে জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস

ওয়েব ডেস্ক ১লা অগাস্ট  ২০১৯: যখন বিরোধীদের কণ্ঠরোধ হয় তখন আবির্ভাব হয় সংঘবদ্ধ আন্দোলন । আর এই আন্দোলনের থেকেই জন্ম নেয় নতুন অঙ্গীকার  । আর এই অঙ্গীকারেরই ফলস্বরূপ আগামী পৌরসভা নির্বাচনে ভোটে লড়তে চলেছে ২০১৬ সালে জন্ম নেওয়া ন্যাশনাল তৃণমূল কংগ্রেস পার্টি ।
 গতকাল প্রেস ক্লাবে পার্টির সভাপতি অমিতাভ মুজুমদার বলেন দেশের স্বাধীনতা , সার্বভৌমত্ব , নিরাপত্তা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও গণতন্ত্র সুরক্ষিত ও সুসংহত করাই তাদের দলের প্রথম পদক্ষেপ হতে চলেছে । বিশ্বায়নের যুগে মুক্তবাজার অর্থনীতির  পক্ষে সওয়াল করা এবং মানব মুখী অর্থনৈতিক উন্নয়ন ও জাতীয় সমৃদ্ধি অর্জন করাই তাদের মূল লক্ষ । দলের বিষয়সূচি হল, এমন এক সুস্থ  পরিবেশ সৃষ্টি করা যেখানে গণতন্ত্রের শিকড় সমাজের মৌলিক স্তরের বিপুল সংখ্যাগরিষ্ট মানুষের মনে দৃঢ়তা সৃষ্টি করে । এখানেই শেষ নয় বাস্তবমুখী কার্যকরী উন্নয়ন প্রক্রিয়ায় মাধ্যমে জাতীয় জীবনে ন্যায়বিচার-ভিত্তিক সুষম অর্থনীতির প্রতিষ্ঠা, যাতে করে সকল নাগরিক অন্ন, বস্ত্র স্বাস্থ্য, বাসস্থান ও শিক্ষার নূন্যতম মানবিক চাহিদার পূরণের সুযোগ পায়।

No comments:

Post a Comment

loading...