Thursday, 1 August 2019

কাটমানি ফেরত দেওয়ার দাবিতে কাঁচরাপাড়ায় মুকুল শুভ্রাংশুরposter-a নামে পোস্টার

ওয়েব ডেস্ক ১লা অগাস্ট  ২০১৯: যখন সিন্ডিকেট রাজ নিয়ে মমতার সরকারকে তির্যক মন্তব্য করেছিলেন অমিত শাহের থেকে নরেন্দ্র মোদী সবাই তখন স্বপ্নেও হয়তো ভাবতে পারেননি কাটমানি নিয়ে তাদের চাণক্য মুকুল রায় এবং তার পুত্রের বিরুদ্ধেও পোস্টার পড়বে কাটমানি ফিরিয়ে দেওয়ার দাবিতে ।
প্রসঙ্গত  নিজের খাসতালুক কাঁচরাপাড়াতেই একদা মমতা ঘনিষ্ঠ তথা বর্তমান বিজেপি নেতা মুকুল রায়ের নামে পোস্টার দেওয়া হয়েছে। কোটি কোটি টাকার হিসেবে চেয়ে মুকুলের নামে পোস্টার দেওয়া হয়েছে। মুকুলের পাশাপাশি সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়ের নামেও পোস্টার পড়েছে এলাকায়।কাঁচরাপাড়ার ঘটক রোড ও থানাপাড়া মোড়ে মুকুল-শুভ্রাংশুর নামে কয়েকটি পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে লেখা রয়েছে, ‘‘বাবা-ছেলে চিটিংবাজি করেছে কাঁচরাপাড়াজুড়ে। কাঁচরাপাড়ার জনগণের কোটি কোটি টাকার হিসেব দিতে হবে। মুকুল রায় ও শুভ্রাংশু রায় প্রস্তুত হও’’। স্বভাবতই মুকুল রায়ের নামে এহেন পোস্টার ঘিরে অস্বস্তিতে পড়েছে বিজেপি। অস্বস্তি পড়াটাও স্বাভাবিক , যা পোস্টার পড়েছে তার বিরুদ্ধে বিজেপি একবারও বলেনি এসব মিথ্যা । তাহলে এসবই কি সত্যি ? ভালোটা বিজেপি জানে ।

No comments:

Post a Comment

loading...