Thursday, 29 August 2019

উচ্চ বংশের ছেলেদের সাথে একসাথে বসে মিড্ ডে মিল খাওয়ার অনুমতি নেই দলিত ছাত্রদের ,ভাইরাল ভিডিও

ওয়েব ডেস্ক ২৯শে অগাস্ট  ২০১৯: একবিংশ শতাব্দীতে এসেও বৈষম্য মূলক আচরণ থেকেই গেল উত্তর প্রদেশে , ঠিক করে বললে বিজেপি শাসিত উত্তর প্রদেশে । যোগী আদিত্যনাথ অনেক ঘটা করে মুখ্যমন্ত্রিত্বের কুর্সিতে বসেছিলেন । আশ্বাস দিয়েছিলেন অনেক কিছুরই , আদতে বৈষম্য ছাড়া কিছুই হয়নি উত্তর প্রদেশে ।
প্রসঙ্গত একটা স্কুলের ভিডিও ভাইরাল হয়েছে , যেখানে দেখা যাচ্ছে , উঁচু জাতের ছেলেদের যেখানে খেতে দেওয়া হল সেখানে দলিত ছেলেদের বসতে দেওয়া হলনা মিড্ ডে মিলের জন্য । দলিত ছাত্রদের আলাদা জায়গায় খেতে একরকম নির্দেশ করা  হল । এই ভিডিও ভাইরাল হওয়ার পরই ব্যাপক সমালোচনার ঝড় বয়ে যায় । নেটিজেনদের সমালোচনার ঝড় বয়ে যায় এই ব্যাপারে ।ওই ভিডিও ছড়ানোর পরেই বালিয়ার জেলাশাসক ভবানী সিং খানগারাউত বৃহস্পতিবার সকালে ওই স্কুল পরিদর্শনে যান। তিনি বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।জেলা শাসক অবশ্য আইন বাঁচিয়ে কথা বলেছেন । তিনি বলেছেন প্রাথমিক ভাবে তার মনে হয়নি ওই স্কুলে কোনো বৈষম্য মূলক আচরণ  করা হয়েছে ,তবুও তিনি জয়েন্ট ম্যাজিস্ট্রেটকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন ।  

No comments:

Post a Comment

loading...