ওয়েব ডেস্ক ২৬ শে অগাস্ট ২০১৯: হবু স্ত্রীর মনপেতে গেলে যেমন হবু শ্বশুর বাড়ির লোকেদের মন পাওয়াটা জরুরি , তেমনি রাজনীতিতে জায়গা করতে গেলে প্রধান দলের শরিকদের মন পাওয়াটাও জরুরি । এই ভাবেই মেপে মেপে মুন্না ভাই এমবিবিএস পা রাখছেন রাজনীতিতে । প্রসঙ্গত ১০ বছর আগে সমাজবাদী পার্টির হয়ে উত্তরপ্রদেশের নির্বাচনে দাঁড়িয়েছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত , সে বার হারের মুখ দেখেছিলেন ।
এবার দীর্ঘমেয়াদি পরিকল্পনা স্বরূপ তিনি যোগ দিতে চলেছেন রাষ্ট্রীয় সমাজ পক্ষ দলে। আগামী ২৫শে সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে তাকে বোরন করা হবে দলে।এই খবর ফাঁস করেছেন পার্টির প্রতিষ্ঠাতা মহাদেব জানকর। মহারাষ্ট্র বিজেপি’র শরিক দল এই রাষ্ট্রীয় সমাজ পক্ষ (আরএসপি)। সঞ্জয় দত্তের এই পার্টিতে যোগদান দলকে অনেকটাই সুবিধা দেবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের প্রাণিসম্পদ মন্ত্রী মহাদেব জানকর। সামনেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। তার আগে সঞ্জয় দত্তের যোগদান নিঃসন্দেহে মাস্টারস্ট্রোক বলে মনে করছেন তিনি।যখন পরিবারের সবাই রাজনীতির সাথে যুক্ত তাহলে মুন্না ভাই বা পিছিয়ে থাকবেন কেন ? তিনি কিছু করার জন্য যে মুখিয়ে আছেন । না এ দল থেকে বিশেষ কোনো দলে ডাইভ দেওয়ার জন্য মুখিয়ে আছেন ?
এবার দীর্ঘমেয়াদি পরিকল্পনা স্বরূপ তিনি যোগ দিতে চলেছেন রাষ্ট্রীয় সমাজ পক্ষ দলে। আগামী ২৫শে সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে তাকে বোরন করা হবে দলে।এই খবর ফাঁস করেছেন পার্টির প্রতিষ্ঠাতা মহাদেব জানকর। মহারাষ্ট্র বিজেপি’র শরিক দল এই রাষ্ট্রীয় সমাজ পক্ষ (আরএসপি)। সঞ্জয় দত্তের এই পার্টিতে যোগদান দলকে অনেকটাই সুবিধা দেবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের প্রাণিসম্পদ মন্ত্রী মহাদেব জানকর। সামনেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। তার আগে সঞ্জয় দত্তের যোগদান নিঃসন্দেহে মাস্টারস্ট্রোক বলে মনে করছেন তিনি।যখন পরিবারের সবাই রাজনীতির সাথে যুক্ত তাহলে মুন্না ভাই বা পিছিয়ে থাকবেন কেন ? তিনি কিছু করার জন্য যে মুখিয়ে আছেন । না এ দল থেকে বিশেষ কোনো দলে ডাইভ দেওয়ার জন্য মুখিয়ে আছেন ?
No comments:
Post a comment