Monday, 12 August 2019

কেন্দ্রীয় সরকার কাশ্মীরিদের ঘরে বন্দি করে রেখেছে :সীতারাম ইয়েচুরি

ওয়েব ডেস্ক ১২ই অগাস্ট  ২০১৯: কাশ্মীরিদের কি সরকার বন্দি করে রেখেছে তাদের ঘরে ? এমনটাই তো অভিযোগ করছেন সীতারাম ইয়েচুরি । প্রসঙ্গত ৩৭০ তুলে দেওয়ার পর , ইন্টারনেট, টিভি, মিডিয়া সবই বন্ধ করেছিল কেন্দ্রীয় সরকার । কেন বন্ধ রেখেছি সেটা সহজেই অনুমেয় , কিন্তু বর্ষীয়ান কমিউনিস্ট নেতা সীতারাম ইয়েচুরি যেই অভিযোগ আনছেন সেটা কি ফেলে দেওয়ার মতন ? তিনি বলেন ‘ঈদ হল আনন্দ ও উদযাপনের উৎসব। এবং আমাদের মনে হচ্ছে কাশ্মীরের মানুষদের কথা, যাঁরা নিজেদের ঘরে বন্দি। আমরা এখনও জানি না কোথায় ও কীভাবে আমাদের কাশ্মীরের কমরেডরা রয়েছেন।”
সীতারাম আরও বলেন, ‘‘আমরা এমন এক দেশ যেখানে ভাষা, ধর্ম, সংস্কৃতির বৈচিত্র রয়েছে। এটাই আমাদের শক্তি। জম্মু ও কাশ্মীরের ‘স্ট্যাটাস’ জোর করে অগণতান্ত্রিক ভাবে বদলে দেওয়ার প্রভাব পড়বে অন্য রাজ্যেগুলিতেও, যাদের ‘স্পেশাল স্ট্যাটাস’ রয়েছে। ভুললে চলবে না তাদের অধিকাংশই ভারতের সীমান্তে অবস্থিত।” তিনি পরোক্ষে বিজেপিকেই যে বিঁধলেন এই বিষয়ে কোনো দ্বিমত নেই ।

No comments:

Post a Comment

loading...