Wednesday, 28 August 2019

যোগ দেওয়ার তেরো দিনের মধ্যেই দূরত্ব তৈরী হল শোভনের সাথে বিজেপির , এর ওপর সিবিআইয়ের নোটিশ

ওয়েব ডেস্ক ২৮শে অগাস্ট  ২০১৯: শেষ পর্যন্ত বিজেপিতে গিয়েও স্বস্তি পেলেননা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় । নারদাকাণ্ড নিয়ে তাকে সিবিআই নোটিশ পাঠালো । হয়তো তাই বিজেপির রাজ্য কমিটির বৈঠকে তিনি উপস্থিত হলেননা । আর এতেই স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠে গেল বিজেপির সাথে কি শোভন চট্টোপাধ্যায়ের চট্টোপাধ্যায়ের সম্পর্কের অবনতি ঘটেছে? নেটিজেনদের অভিমত তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন রীতিমতো অনেক কোষেই , কিন্তু স্বপ্নেও ভাবতে পারেননি সিবিআই এ খেত্রেও তাকে নোটিশ পাঠাবে ।
 সূত্রের খবর অনুসারে , মঙ্গলবার ওই বৈঠকে দলের রাজ্য কমিটি সদস্য ও বিধায়কদের আমন্ত্রণ জানানো হয়েছিল । তার পরেও অনেকে আসেননি , যা নিযে নিজের ক্ষোভ চেপে রাখতে পারলেননা দিলীপ ঘোষ মহাশয় । তিনি বলেন যারা অনুপস্থিত ছিল তাদের কাছে দল জানতে চাইবে তারা কেন বৈঠকে যোগ দেননি , দল সনদও যোগ দেওয়া শোভন চট্টোপাধ্যায়ের কাছেও জানতে চাইবে কেন তিনি আসেননি । গত ১৪ আগষ্টে যোগ দেওয়া শোভন যদি ২৮ আগষ্টের  বৈঠকে গরহাজির থাকেন তাহলে দুরুত্ব কিছুটা তৈরী হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল । আর বৈশাখী ? তিনি কখনোই যে বিজেপিকে স্বস্তি দিতে পারেননি তার উপস্তিতি নিয়ে সেটা যেকোন প্রাপ্ত বয়স্ক লোকই বলে দেবে ।

No comments:

Post a Comment

loading...