Monday, 19 August 2019

উন্নাও ধর্ষণ কাণ্ডের তদন্ত ২ সপ্তাহের মধ্যে শেষ করতে সিবিআইকে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত

ওয়েব ডেস্ক ১৯ই অগাস্ট  ২০১৯: উন্নাওয়ের ধর্ষণের কান্ডটি বিজেপির কাছে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে । এবার সর্বোচ্চ আদালতের সিবিআইকে নির্দেশ পাঠাল উন্নাওয়ের ঘটনাটির তদন্ত দু সপ্তাহের মধ্যে শেষ করার জন্য । প্রসঙ্গত গত জুলাই মাসে উন্নাও ধর্ষণের নির্যাতিতা এবং তার আইনজীবী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।

এখনো তাদের অবস্থা  সংকটজনক , তাই সিবিআই ৪ সপ্তাহ সময় চেয়ে ছিল তদন্ত শেষ করার জন্য ।কিন্তু সুপ্রিম কোর্ট চার সপ্তাহ নয় দু সপ্তাহ সময় দিয়েছে সিবিআইকে । এখানেই শেষ নয় উত্তর প্রদেশ সরকারকে নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে , নির্যাতিতাকে পঁচিশ  লক্ষ টাকার ক্ষতিপূরণ আর তার আইনজীবীকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য , যা ইতিমধ্যেই যোগী আদিত্যনাথের সরকার দিয়ে দিয়েছে ।
আর এই ধর্ষণ কাণ্ডের ফয়সালা ৪৫ দিনের শেষ করতে হবে , প্রতি দিনই এর শুনানি চলবে ।
এর আগে নির্যাতিতা সুপ্রিম কোর্টের বিচারপতিকে একটা চিঠিতে তার জীবন সংশয়ের কথা জানিয়েছিলেন , এও লিখেছিলেন অভিযুক্ত ধর্ষণকারী কুলদীপ সিংহ সেনেগারের সতীর্যরা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছিলেন ।

No comments:

Post a Comment

loading...