Saturday, 3 August 2019

কুলদীপ সিংহ সেঙ্গার "খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে " এই মন্তব্য করে বিতর্ক জড়ালেন বিজেপি বিধায়ক

ওয়েব ডেস্ক ৩রা অগাস্ট  ২০১৯: বাংলায় একটা প্রবাদ আছে ,'চোরের সাক্ষী মাতালই হয় '।বাংলা কতটা জানেন বিজেপি বিধায়ক আশিস সিং আশু বলা মুশকিল , তিনি এই প্রবাদটা শুনেছেন কি না সে বিষয়েও কোনো তথ্য নেই  কিন্তু তার দলীয় বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের প্রতি তার সহনাভূতি দেখার মতন ।  হোক না কুলদীপ সিংহ সেঙ্গার ধর্ষণে অভিযুক্ত , তাতে কি , সে তো বিজেপির বিধায়ক, অমিত শাহ্দের এক সৈনিক ।
প্রকাশ্যে জনসভায় কুলদীপ সিং সেঙ্গারের পক্ষে তিনি বলেন  ‘‌আমাদের ভাই কুলদীপ সিং সেঙ্গার জীবনের খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আশা করি খুব দ্রুত উনি এই অবস্থা থেকে থেকে বেরিয়ে আসতে পারবেন। পরিস্থিতির সঙ্গে লড়াই করে খারাপ সময় কাটিয়ে উঠবেন।’‌ এর আগে ২০১৭ সালের জুন মাসে এক কিশোরী কুলদীপ সিং সেঙ্গারের কাছে চাকরির সন্ধানে গেলে তিনি তাঁকে ধর্ষণ করেন। এই মামলায় গত এক বছর ধরে জেলেই ছিলেন কুলদীপ। তবে তিনি যে দ্রুত জেল থেকে বেরিয়ে আসতে পারবেন সে ব্যাপারে আশা প্রকাশ করেন আশিস সিং।এখানেই শেষ নয় , কুলদীপ সিং সেঙ্গার না থাকায় তার দুঃখেরও সীমা ছিল না । আর আশিস সিং আশুর এই কীর্তিতেই নতুন করে বিতর্ক শুরু হয়েছে , আর সেটা হওয়ারও কথা । 

No comments:

Post a Comment

loading...