Sunday, 1 September 2019

সর্বদলীয় বৈঠক চান সেলিম

ওয়েব ডেস্ক ১লা সেপ্টেম্বর ২০১৯: এর নাম সিপিএম ।যখন তারা দেখে তাদের প্রাসঙ্গিকতা সম্পূর্ণ বিলুপ্ত তখন তারা সবার হাতে হাত মিলিয়ে  নিজেদের প্রাসঙ্গিকতা ফিরিয়ে আনার চেষ্টা করে ।কাজের কাজ তারা কিছুই করতে পারেনা , লম্বা লম্বা ভাষণে তারা বিশেষজ্ঞ , শুধু তাদের টার্গেট থাকে মানুষের ভোট নেওয়া আর কিছুই নয় ।
প্রসঙ্গত আসামে শান্তির পরিবেশ বজায় রাখতে অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকতে হবে। এমনটাই মনে করছেন সিপিআইএমের নেতা ও প্রাক্তন সাংসদ মুহাম্মদ সেলিম। শনিবার সাংবাদিক সম্মেলনে সিপিআইএমের পলিটব্যুরো এই সদস্য বলেন, নাগরিকপঞ্জীর তালিকায় যাদের নাম নেই তাঁদের কী করনীয় সরকারকে অবিলম্বে তা জানাতে হবে।এদের অনিশ্চয়তার মধ্যে রাখা চলবে না। ১৯ লক্ষ মানুষকে বহিরাগত তকমা দিয়ে বাইরে ঠেলা যাবে না।’
মুহাম্মদ সেলিম বিজেপি সরকারের সমালোচনা করে সাংবাদিকদের বলেন,’ফরেনার্স ট্রাইব্যুনাল কোনও সমাধান নয়। অসমে শান্তি – শৃঙ্খলা বজায় রাখতে হবে। সেজন্য সর্বদল বৈঠক ডাকতে হবে সরকারকে।’  নিদান শুনিয়ে দিলেন মুহাম্মদ সেলিম । 

No comments:

Post a Comment

loading...