ওয়েব ডেস্ক ৩০শে সেপ্টেম্বর ২০১৯: যতই সময় যাচ্ছে মোদীজির 'আচ্ছে দিনের' বদলে 'বুড়ে দিন' বেশি করে প্রকট হচ্ছে । মোদীজি দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর যেই আলোড়ন সৃষ্টি হয়েছিল শেয়ার বাজারে আজ সেটা তলানিতে।আজ শেয়ার বাজারে সেনসেক্স ৩১০ পয়েন্ট পড়েছে আর পাল্লা দিয়ে পড়েছে নিফটিও । নিফটি পড়েছে ৮৪ পয়েন্ট ।
মোদীজির আমলে মন্দার বাজার যেন যেতেই চাইছে না । শেয়ার বাজরের পতনে বেশি ধাক্কা খেয়েছে ইয়েস ব্যাঙ্ক, ইন্ডাস ব্যাঙ্ক, টাটা স্টিল, সান ফার্মা, বেদান্ত, টাটা মোটরস। এই মন্দার বাজারেও লাভবান হয়েছে এইচসিএল টেক, টিসিএস, ইনফোসিস। শুধু শেয়ার বাজার নয় ধাক্কা খেয়েছে টাকার দামও। সকালে বাজার খুলতেই টাকার দাম ৭ পয়সা কমে ৭০।৬৩ হয়েছে। এই টাকার দামের পতনের কারণেই শেয়ার বাজারে মন্দা বলে মনে করছেন অনেকে।তাহলে প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায় , মোদী সরকার এসে কি লাভ হলো । সেই তো মন্দার বাজারের মুখ দেখতে হচ্ছে । এর জন্য তো আর মানুষ দায়ী নয় ।
মোদীজির আমলে মন্দার বাজার যেন যেতেই চাইছে না । শেয়ার বাজরের পতনে বেশি ধাক্কা খেয়েছে ইয়েস ব্যাঙ্ক, ইন্ডাস ব্যাঙ্ক, টাটা স্টিল, সান ফার্মা, বেদান্ত, টাটা মোটরস। এই মন্দার বাজারেও লাভবান হয়েছে এইচসিএল টেক, টিসিএস, ইনফোসিস। শুধু শেয়ার বাজার নয় ধাক্কা খেয়েছে টাকার দামও। সকালে বাজার খুলতেই টাকার দাম ৭ পয়সা কমে ৭০।৬৩ হয়েছে। এই টাকার দামের পতনের কারণেই শেয়ার বাজারে মন্দা বলে মনে করছেন অনেকে।তাহলে প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায় , মোদী সরকার এসে কি লাভ হলো । সেই তো মন্দার বাজারের মুখ দেখতে হচ্ছে । এর জন্য তো আর মানুষ দায়ী নয় ।
No comments:
Post a comment