ওয়েব ডেস্ক ২রা সেপ্টেম্বর ২০১৯: কোনো রাজনৈতিক দলই অশান্তিকে 'স্পনসর' করেনা । ব্যতিক্রম মনে হচ্ছে বিজেপিকে । তারা গতকালের জগদ্দলের অশান্তির নিরিক্ষে আজ সোমবার ১২ ঘন্টার বনধ ডেকেছিল বারাকপুরের লোকসভা কেন্দ্রে । আর এই বনধ কে ১০০ শতাংশ সফল করার জন্য দেদার তান্ডপ চালালো বিজেপি ।
পুলিশ, রেপিড অ্যাকশন ফোর্স দিয়ে ঘিরে রাখা সত্ত্বেও কোথাও জোর করে অটোরিক্শ থেকে যাত্রীদের টেনে নামিয়ে দিয়েছে বিজেপি কর্মীরা। কোথাও জোর করে দোকানপাট বন্ধ করিয়ে দেওয়া হয়। দফায় দফায় চলছে যশোর রোড, বারাসত–ব্যারাকপুর সড়ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ। চটকলগুলোর মূল গেটের সামনে বিজেপি কর্মীরা অবস্থান বিক্ষোভ করছে। কারখানায় ঢুকতে দেওয়া হয়নি চটকল শ্রমিকদের। কল্যাণী এক্সপ্রেসওয়ের খয়রাপুর মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিজেপি কর্মী, সমর্থকরা। কাঁকিনাড়া স্টেশনে কিছুক্ষণের জন্য ট্রেন অবরোধ করলেও পরে পুলিস গিয়ে তা উঠিয়ে দেয়। সপ্তাহের প্রথম অফিস যাওয়ার দিনে যদি এরকম হয় , তখন ক্ষোভ আসাটা স্বাভাবিক মানুষের পক্ষে , আর সেটাই হয়েছে । এখানেই শেষ নোট বিজেপি কর্মীদের আঘাতে গা জন পুলিশ কর্মী আহত হয়েছেন যার মধ্যে ৪ জন পুলিশ কর্মীর চোট গুরুতর ।
পুলিশ, রেপিড অ্যাকশন ফোর্স দিয়ে ঘিরে রাখা সত্ত্বেও কোথাও জোর করে অটোরিক্শ থেকে যাত্রীদের টেনে নামিয়ে দিয়েছে বিজেপি কর্মীরা। কোথাও জোর করে দোকানপাট বন্ধ করিয়ে দেওয়া হয়। দফায় দফায় চলছে যশোর রোড, বারাসত–ব্যারাকপুর সড়ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে অবরোধ। চটকলগুলোর মূল গেটের সামনে বিজেপি কর্মীরা অবস্থান বিক্ষোভ করছে। কারখানায় ঢুকতে দেওয়া হয়নি চটকল শ্রমিকদের। কল্যাণী এক্সপ্রেসওয়ের খয়রাপুর মোড়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিজেপি কর্মী, সমর্থকরা। কাঁকিনাড়া স্টেশনে কিছুক্ষণের জন্য ট্রেন অবরোধ করলেও পরে পুলিস গিয়ে তা উঠিয়ে দেয়। সপ্তাহের প্রথম অফিস যাওয়ার দিনে যদি এরকম হয় , তখন ক্ষোভ আসাটা স্বাভাবিক মানুষের পক্ষে , আর সেটাই হয়েছে । এখানেই শেষ নোট বিজেপি কর্মীদের আঘাতে গা জন পুলিশ কর্মী আহত হয়েছেন যার মধ্যে ৪ জন পুলিশ কর্মীর চোট গুরুতর ।
No comments:
Post a comment