Monday, 30 September 2019

নিজের ওপর অপমানের বদলাই কি অমিত শাহ চিদাম্বরমের ওপর নিচ্ছে ?পড়ুন

ওয়েব ডেস্ক ৩০শে  সেপ্টেম্বর ২০১৯: মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসে একটাই কথা বলেছিলেন বদলা নয় বদল চাই । আর বিজেপি ভারতের মসনদে বসেই বদলার রাজনীতিতে মেতে উঠেছে , অবশ্য রাজনৈতিক বিশ্লেষকদের তেমনি অভিমত । এবারও প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের জামিল হলনা আদালত থেকে , যার ফলস্বরূপ তিহারেই পচতে হবে তাকে আরো কিছুদিন । প্রসঙ্গত চিদাম্বরমের আইনজীবী জামিনের আপিল করে যা দিল্লী হাইকোর্ট নাকচ করে দেয়।
জামিনের আপিল নাকচ করে দিয়ে আদালত জেল হেফাজতের নির্দেশ দেয়। দিল্লী হাইকোর্টের এই নির্দেশের ফলে  ফের একবার কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরকে জেলে যেতে হবে। পি চিদম্বরমের জামিনের আপিল নাকচের পিছনে বিচারপতির পর্যবেক্ষণ হল, তথ্য প্রমাণ নষ্ট করার সুযোগ না থাকলেও সম্ভাবনা রয়েছে। এমনকি সাক্ষীদের প্রভাবিতও করতে পারেন।
পি চিদম্বরমের বিরুদ্ধে অভিযোগ, ২০০৭ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকার সময়ে আইএনএক্স মিডিয়া সংস্থাকে বড় অঙ্কের বিদেশী লগ্নি পাইয়ে দিয়ে অনুমোদন দিয়েছিলেন।এর মধ্যে চিদাম্বরমের ছেলে কার্তিক চিদাম্বরমেরও নাম জড়িয়ে আছে ঘুষ কেলেঙ্কারির জন্যে।

No comments:

Post a Comment

loading...