Wednesday, 4 September 2019

অরুণাচল সীমান্ত দিয়ে ১০০ মিটার ভেতরে ঢুকে আসল চিনা সেনা , দাবি বিজেপির সাংসদেরই

ওয়েব ডেস্ক ৪ঠা  সেপ্টেম্বর ২০১৯: একদিকে যখন বিজেপি ৩৭০ ধারা কাশ্মীর থেকে তুলে দিয়ে আনন্দে মেতে আছে , ঠিক সেই সময় তাদের অলক্ষে চিনা সেনা অরুণাচল প্রদেশে ১০০ মিটার ভেতরে ঢুকে আসল ।
অরুণাচল প্রদেশ ও চিন সীমান্ত পার করে চিনা সেনার বাহিনী অনুপ্রবেশ করেছে বলে সর্বভারতীয় এক সংবাদপত্রে দাবি করেছেন বিজেপি সাংসদ তাপির গাও।বিজেপি সাংসদের দাবি, অরুণাচলপ্রদেশের ছাগলাগাম গ্রাম অবস্থিত অঞ্জ জেলায়। সেই গ্রামে রয়েছে দৈমরু নালার ওপর যে কাঠের ব্রিজ রয়েছে, তা চিনের সেনার নির্মিত। তিনি জানাচ্ছেন, চিনের সেনা ভারতে প্রবেশ করেই এই নালার ওপর ব্রিজ গড়ে নিজেদের অবস্থানের সুবিধি করে নিতে শুরু করেছে।এবার কথা উঠছে , বিজেপির সাংসদই যদি এ কথা বলে অজিত দোভাল কি বলবেন । অমিত শাহদের অজিত দোভাল ।

No comments:

Post a Comment

loading...