ওয়েব ডেস্ক ২০শে সেপ্টেম্বর ২০১৯: অমিত শাহ সংসদে দাঁড়িয়ে বলেছিলেন পাক অধিকৃত কাশ্মীরের ব্যাপারে 'এগ্রেসিভ' থাকা উচিত আমাদের । তিনি এটাই বলতে চেয়েছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীর ভারতের কব্জায় আসবেই আসবে । তিনি সবাইকে এগ্রেসিভ থাকতে বলেছেন । তবে 'এগ্রেসিভ' থাকা মানেই এই নয়, তিনি সায়ন্তন বসুকে বলেছেন ছাত্রদের রাস্তায় ফেলে পেটাতে । প্রসঙ্গত গতকাল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থা করা হয়েছে বলে খবর , আর আজ তারই পরিপ্রেক্ষিতে প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছিলেন সায়ন্তন বসু, জয় ব্যানার্জি, অগ্নিমিত্রা পল সহ অনেকেই।
আর বিতর্কিত মন্তব্যে সিদ্ধহস্ত সায়ন্তন এবারও আর পিছু হাঁটলেননা ।বিতর্কিত মন্তব্য করেই বসলেন, কে কি ভাবলো তার তোয়াক্কা না করেই । মিছিল থেকে প্রথমে বললেন, ‘গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে হেনস্থা করা হয়েছে। আমরা তার প্রতিবাদ করছি।’ এরপরেই সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি সমর্থকরা ভাঙচুর করেছেন, আগুন লাগিয়েছেন ক্যাম্পাসে, পড়ুয়াদের মেরেছেন। তখনই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সায়ন্তন বলেন, ‘আমার তো মনে হয় আরও মারধর করা উচিত ছিল। রাস্তায় ফেলে পেটানো উচিত ছিল যাদবপুরের পড়ুয়াদের। কাল সেটা হয়নি। আজ থেকে শুরু হবে। যাদবপুরের পড়ুয়াদের এবার পেটানো শুরু হবে।’ তিনি যেই রাজ্যে দাঁড়িয়ে এই সব কথা গুলো বলছে সেটি যে উত্তরপ্রদেশ বা বিহার নয় সেটাই হয়তো ভুলে গেছেন বলে মনে করেন নেটিজেনদের একাংশ । তাই কি ?
আর বিতর্কিত মন্তব্যে সিদ্ধহস্ত সায়ন্তন এবারও আর পিছু হাঁটলেননা ।বিতর্কিত মন্তব্য করেই বসলেন, কে কি ভাবলো তার তোয়াক্কা না করেই । মিছিল থেকে প্রথমে বললেন, ‘গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাবুল সুপ্রিয়কে হেনস্থা করা হয়েছে। আমরা তার প্রতিবাদ করছি।’ এরপরেই সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে বিজেপি সমর্থকরা ভাঙচুর করেছেন, আগুন লাগিয়েছেন ক্যাম্পাসে, পড়ুয়াদের মেরেছেন। তখনই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সায়ন্তন বলেন, ‘আমার তো মনে হয় আরও মারধর করা উচিত ছিল। রাস্তায় ফেলে পেটানো উচিত ছিল যাদবপুরের পড়ুয়াদের। কাল সেটা হয়নি। আজ থেকে শুরু হবে। যাদবপুরের পড়ুয়াদের এবার পেটানো শুরু হবে।’ তিনি যেই রাজ্যে দাঁড়িয়ে এই সব কথা গুলো বলছে সেটি যে উত্তরপ্রদেশ বা বিহার নয় সেটাই হয়তো ভুলে গেছেন বলে মনে করেন নেটিজেনদের একাংশ । তাই কি ?
No comments:
Post a Comment