Monday, 2 September 2019

৪২ বছর অপেক্ষা করার পর তৈরী কড়া হল বাঁধ , যা টিকলোনা ২৪ ঘন্টাও , বিজেপি শাসিত ঝাড়খণ্ডে

ওয়েব ডেস্ক ২রা  সেপ্টেম্বর ২০১৯: দুর্নীতি কোন পর্যায়ে হলে  ৪২ বছরে অপেক্ষা করার পর যেই বাঁধ তৈরী হলো তা কয়েক ঘন্টার মধ্যে ভেঙে গেল । প্রসঙ্গত এটা ছিল সেচ প্রকল্প ৪২ বছরের পুরোনো । নদীর জলে বাঁধ দিয়ে সেই জল পার্শ্ববর্তী খেতে সরবরাহ করাই ছিল প্রধান উদ্দেশ্য । কিন্তু যেদিন ফিতে কেটে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস, ঠিক তার ২৪ ঘন্টার মধ্যেই ধসে পড়ল সেই বাঁধ। খাল দিয়ে জল ঢুকে ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী এলাকায়।
 ঢুকে পড়ে চাষের জমিতে। নষ্ট হয় প্রচুর ফসল। ঘটনাটি ঘটে বিজেপি শাসিত ঝাড়খন্ডের গিরিধ জেলায়। ১৯৭৮ সালে ঝাড়খন্ডে কোনার নদীর ওপর ওই বাঁধ তৈরি করা হয়েছিল। পার্শ্ববর্তী ৮৫টি গ্রামে চাষের কাজে জল সরবরাহ করতে নেওয়া হয়েছিল এই প্রকল্প। ২১৭৬ কোটি টাকার এই প্রকল্পের মাধ্যমে প্রতিদিন ৬২,‌৮৯৫ হেক্টর জমিতে ১৭০০ কিউসেক জল সরবরাহের কথা ভাবা হয়েছিল। সূত্রের খবর অনুসারে ধ্বংসস্তূপ হয়েছে প্রায় ২৮ থেকে ৩০ মিটার আর সেখান দিয়েই জল ঢুকে ৩৫টি বেশিরও গ্রাম জলমগ্ন হয়ে গেছে । এখানেই শেষ নয় ১০ থেকে ১৫ একর  চাষের জমির ফসলও নষ্ট হয়ে গেছে প্রশাসনের অজুহাত অনুসারে খালের ইঁদুর বাঁধের  নিচে গর্ত করার জন্য এতো বর বিপর্যয় হয়েছে । এর জন্য এই বাঁধের সাথে যুক্ত ইঞ্জিনিয়ারদের বরখাস্ত কড়া হয়েছে । আর চিফ ইঞ্জিনিয়ারকে বলা হয়েছে রিপোর্ট জমা দেওয়ার জন্য । দুর্নীতি দায় যে সিভিল ইঞ্জিনিয়ারদের ওপরেই বর্তায় ।

No comments:

Post a Comment

loading...