ওয়েব ডেস্ক ৪ঠা সেপ্টেম্বর ২০১৯: ১৯ লক্ষ লোকের নাম নেই নাগরিক পঞ্জিতে , তাদের ভবিষ্যৎ কি হবে কেউ জানেনা ।তবুও অসমের নাগরিক পঞ্জী নিয়ে এতটুকুও নমনীয়তা দেখাচ্ছে না কেন্দ্র । উল্টে কি ভাবে ১৯ লক্ষ লোককে একসাথে অস্থায়ী ভাবে রাখা যায় তার বন্দোবস্ত করাই এখন প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে কেন্দ্র সরকারের । তাই পরিস্থিতি যাতে হাতের বাইরে বেরিয়ে না যায় তার জন্য শরণার্থী শিবির গড়ে তোলার পরিকল্পনা করেছে সরকার।
কিন্তু কোথায় করা হবে এই শরণার্থী শিবির? গুয়াহাটি থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে বাড়ি গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। আর সেখানেই রাখা হবে যাঁরা এই দেশের নাগরিক নন বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। এই ২২ কিলোমিটার দূরের জায়গাটির নাম মাটিয়া। এটা অসমের গোয়ালপাড়া জেলার অন্তর্গত। এখানে এক একটা শরণার্থী শিবিরে ৩ হাজার মানুষ থাকতে পারবেন বলে খবর। তার মানে নিজেদের বাড়ি ঘর ছেড়ে কেন্দ্র সরকারের শরণার্থী শিবিরেই তাদের জীবন যাপন করতে হবে ? এর থেকে দুঃখের আর কি বা হতে পারে ? তবুও কেন্দ্র সরকার খোলসা করে কিছুতেই বলছেনা তারা এই ১৯ লক্ষ লোকদের নিয়ে কি করবে ?বাংলাদেশ তো আগেই বলে দিয়েছে তারা এদের দায়িত্ব নেবেনা। তাহলে ?
কিন্তু কোথায় করা হবে এই শরণার্থী শিবির? গুয়াহাটি থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে বাড়ি গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। আর সেখানেই রাখা হবে যাঁরা এই দেশের নাগরিক নন বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। এই ২২ কিলোমিটার দূরের জায়গাটির নাম মাটিয়া। এটা অসমের গোয়ালপাড়া জেলার অন্তর্গত। এখানে এক একটা শরণার্থী শিবিরে ৩ হাজার মানুষ থাকতে পারবেন বলে খবর। তার মানে নিজেদের বাড়ি ঘর ছেড়ে কেন্দ্র সরকারের শরণার্থী শিবিরেই তাদের জীবন যাপন করতে হবে ? এর থেকে দুঃখের আর কি বা হতে পারে ? তবুও কেন্দ্র সরকার খোলসা করে কিছুতেই বলছেনা তারা এই ১৯ লক্ষ লোকদের নিয়ে কি করবে ?বাংলাদেশ তো আগেই বলে দিয়েছে তারা এদের দায়িত্ব নেবেনা। তাহলে ?
No comments:
Post a Comment