ওয়েব ডেস্ক ১৩ই সেপ্টেম্বর ২০১৯: দিলীপ ঘোষ যেভাবে আসামের এনআরসি নামক অরাজগতা বাংলায় নিয়ে আসার প্রচেষ্টায় আছেন তাতে কোনো সুবুদ্ধি সম্পন্ন লোক ভোট বাক্সে বিজেপিকে ভোট দেবেন কি না ।এই নিয়েই প্রশ্ন উঠে গেল নেট দুনিয়ায় ।আর প্রশ্ন কেনই বা উঠবেনা ? এখন যা অবস্থা অসমে যারা আদি বাসিন্দা তাদেরকেই এনআরসি তালিকায় রাখা হয়নি ।
ডিটেনশন ক্যাম্পই এখনো তৈরি করে উঠতে পারেনি বিজেপি সরকার কিন্তু ১৯ লক্ষ লোককে বিদেশি আখ্যা দিয়ে বসে আছে ।এখানেই শেষ নয় অস্বাস্থকর পরিবেশ ডিটেনশন ক্যাম্পে , যা ভাইরাস ছড়াবার আদর্শ জায়গা বলে যে কেউ মনে করতেই পারে । আর শুধু মাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি থেকে সরাবার জন্য বিজেপি বাংলায় নাগরিকপঞ্জী লাগা করবে বলেই জেড ধরেছে । কিন্তু দিলীপ ঘোষের মতো লোকেরা কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন একজন ভারতীয়ও
পর্যন্ত হয়রানির স্বীকার হবেননা এই বাংলায় । কত লোক তো উত্তেজনার বসেই প্রাণ হারিয়েছেন আসামে , এখানেও যদি তেমন কিছু হয় দিলীপ ঘোষ বাবু তার দায়িত্ব নেবেন তো ।
ডিটেনশন ক্যাম্পই এখনো তৈরি করে উঠতে পারেনি বিজেপি সরকার কিন্তু ১৯ লক্ষ লোককে বিদেশি আখ্যা দিয়ে বসে আছে ।এখানেই শেষ নয় অস্বাস্থকর পরিবেশ ডিটেনশন ক্যাম্পে , যা ভাইরাস ছড়াবার আদর্শ জায়গা বলে যে কেউ মনে করতেই পারে । আর শুধু মাত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি থেকে সরাবার জন্য বিজেপি বাংলায় নাগরিকপঞ্জী লাগা করবে বলেই জেড ধরেছে । কিন্তু দিলীপ ঘোষের মতো লোকেরা কি গ্যারান্টি দিয়ে বলতে পারেন একজন ভারতীয়ও
পর্যন্ত হয়রানির স্বীকার হবেননা এই বাংলায় । কত লোক তো উত্তেজনার বসেই প্রাণ হারিয়েছেন আসামে , এখানেও যদি তেমন কিছু হয় দিলীপ ঘোষ বাবু তার দায়িত্ব নেবেন তো ।
No comments:
Post a Comment