ওয়েব ডেস্ক ২৬শে সেপ্টেম্বর ২০১৯: বিজেপি সংসদ সুব্রামানিয়াম স্বামী কোনো কালেই কারুর ধার ধারেননা। যা তার মনে হয় উনি সেটাই বলে থাকেন । সত্যি কথা বলতে তিনি যে পিছপা হননা তার প্রমান আবার পাওয়া গেল । প্রসঙ্গত বুধবার তার একটি বই উদ্বোধনের সময় বক্তব্য পেশ করতে গিয়ে তিনি বলেন, গত পাঁচ বছরে সরকার যা করেছে তাতে অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি হয়নি।
মোদি সরকারের কিছু কিছু কাজের সুনাম করলেও তিনি বলেন, অর্থনীতির ক্ষেত্রে যে বেহাল অবস্থা তৈরি হয়েছে, তার সংশোধন প্রয়োজন।এখানেই না থিম সুব্রামানিয়াম স্বামী বলেন কর্পোরেট কর ছাড় দিয়ে অটোতে লাভের লাভ যে কিছুই হবেনা সেটাও মনে করে দিতে ভোলেননি এই সাংসদ । সর্বশেষে তিনি আরো এক বিতর্কিত উক্তি করেন , যেখানে বেকারত্ব দূরীকরণের পরিকল্পনা অনুযায়ী তিনি বলেন ১০ % হারে কর বাড়ালেই বেকারত্বের দূর হবে বলে তিনি জানান ।
মোদি সরকারের কিছু কিছু কাজের সুনাম করলেও তিনি বলেন, অর্থনীতির ক্ষেত্রে যে বেহাল অবস্থা তৈরি হয়েছে, তার সংশোধন প্রয়োজন।এখানেই না থিম সুব্রামানিয়াম স্বামী বলেন কর্পোরেট কর ছাড় দিয়ে অটোতে লাভের লাভ যে কিছুই হবেনা সেটাও মনে করে দিতে ভোলেননি এই সাংসদ । সর্বশেষে তিনি আরো এক বিতর্কিত উক্তি করেন , যেখানে বেকারত্ব দূরীকরণের পরিকল্পনা অনুযায়ী তিনি বলেন ১০ % হারে কর বাড়ালেই বেকারত্বের দূর হবে বলে তিনি জানান ।
No comments:
Post a Comment