ওয়েব ডেস্ক ১লা সেপ্টেম্বর ২০১৯:লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্যাসের দাম । আর এ নিয়ে সাদাহরণ মানুষের জীবন ওষ্ঠাগত অবস্থা । কিন্তু তাতে কোনো ভ্রূক্ষেপ নেই কেন্দ্র সরকারের । যেখানে জি ডি পি কমতে শুরু করেছে , সেখানে গ্যাসের দাম বাড়িয়ে কতটা কোষাগার ভরতে পারবে , বিজেপি সরকার ? প্রশ্ন থাকছেই প্রসঙ্গত আগস্ট মাসের থেকে ১৫.৫০ টাকা বাড়ল প্রতি ১৪.২ কেজির গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারে।
পর পর লাগাতার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে জনসাধারণের মধ্যে। দেশের চারটি বড় শহরে ভর্তুকিবিহীন ১৪.২ কেজির গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। দিল্লি–৫৯০ টাকা, কলকাতা–৬১৬.৫০ টাকা, মুম্বই–৫২৬ টাকা, চেন্নাই–৬০৬.৫০ টাকা। এমনকী ১৯ কেজি নন ডমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৫১ টাকা। শহর পিছু এই দাম যথাক্রমে–দিল্লি–১০৫৪.৫০ টাকা, কলকাতা –১১১৪.৫০ টাকা, মুম্বই–১০০৮.৫০ টাকা এবং চেন্নাই–১১৭৪.৫০ টাকা হয়েছে। শনিবার মধ্যরাত থেকেই চালু হয়েছে এই নতুন দাম।
পর পর লাগাতার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় ক্ষোভ তৈরি হয়েছে জনসাধারণের মধ্যে। দেশের চারটি বড় শহরে ভর্তুকিবিহীন ১৪.২ কেজির গার্হস্থ্য রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে। দিল্লি–৫৯০ টাকা, কলকাতা–৬১৬.৫০ টাকা, মুম্বই–৫২৬ টাকা, চেন্নাই–৬০৬.৫০ টাকা। এমনকী ১৯ কেজি নন ডমেস্টিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৫১ টাকা। শহর পিছু এই দাম যথাক্রমে–দিল্লি–১০৫৪.৫০ টাকা, কলকাতা –১১১৪.৫০ টাকা, মুম্বই–১০০৮.৫০ টাকা এবং চেন্নাই–১১৭৪.৫০ টাকা হয়েছে। শনিবার মধ্যরাত থেকেই চালু হয়েছে এই নতুন দাম।
No comments:
Post a comment