ওয়েব ডেস্ক ২৬শে সেপ্টেম্বর ২০১৯: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক মুখ আবার দেখা গেল । এখনো পর্যন্ত অনেক মানুষই আছে যাদের রেশন কার্ডে ভুল রয়েছে , যা সংশোধন হওয়া দরকার , তাই সেই সব মানুষদের জন্য রেশন কার্ড সংশোধনের সময়সীমা বাড়াল রাজ্য সরকার ।বুধবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডেবরা অডিটোরিয়ামের প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেন, ‘এখনও বহু মানুষের রেশন কার্ড সংশোধনের কাজ বাকি রয়েছে। তাই সরকার আরও সময়সূচি বাড়াবে।
পুজোর পরও নভেম্বর মাস পর্যন্ত এই কাজ চলবে।’ তিনি আরও বলেন, ‘অনেকে আছেন ২ টাকা কেজি চাল পান। আবার কেউ কেউ অর্ধেক দামে চাল পান। আবার অনেকে রেশন তোলেন না। শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে বঁাচিয়ে রেখেছেন। এর প্রকৃত তথ্য আমাদের হাতে আসলে ভাল হয়। যঁারা রেশন তুলছেন না, তঁাদের জন্য বরাদ্দ রেশন সামগ্রী কেন ডিলারকে খেতে দেব? এটা বাদ গেলে সেই টাকা রাজ্যের অন্য উন্নয়নমূলক কাজে আসবে।’ তিনি পরামর্শ দেন, যঁারা রেশন নিয়মিত তোলেন তঁাদের জন্য থাকবে এক রঙের কার্ড। আর যঁারা রেশন তোলেন না, তঁাদের জন্য অন্য রঙের কার্ড করতে।’ মুখ্যমন্ত্রী আরো জানান রেশন কার্ড সংশোধনের সাথে সেন্সাসের কাজের সঙ্গে এনআরসি–র কোনও সম্পর্ক নেই।
পুজোর পরও নভেম্বর মাস পর্যন্ত এই কাজ চলবে।’ তিনি আরও বলেন, ‘অনেকে আছেন ২ টাকা কেজি চাল পান। আবার কেউ কেউ অর্ধেক দামে চাল পান। আবার অনেকে রেশন তোলেন না। শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে বঁাচিয়ে রেখেছেন। এর প্রকৃত তথ্য আমাদের হাতে আসলে ভাল হয়। যঁারা রেশন তুলছেন না, তঁাদের জন্য বরাদ্দ রেশন সামগ্রী কেন ডিলারকে খেতে দেব? এটা বাদ গেলে সেই টাকা রাজ্যের অন্য উন্নয়নমূলক কাজে আসবে।’ তিনি পরামর্শ দেন, যঁারা রেশন নিয়মিত তোলেন তঁাদের জন্য থাকবে এক রঙের কার্ড। আর যঁারা রেশন তোলেন না, তঁাদের জন্য অন্য রঙের কার্ড করতে।’ মুখ্যমন্ত্রী আরো জানান রেশন কার্ড সংশোধনের সাথে সেন্সাসের কাজের সঙ্গে এনআরসি–র কোনও সম্পর্ক নেই।
No comments:
Post a Comment