য়েব ডেস্ক ২৮শে সেপ্টেম্বর ২০১৯:অবশেষে চাণক্যকেও মাথা নোয়াতে হল সিবিআইয়ের কাছে । বিজেপির তরফ থেকে মুকুল রায়কে চানক্য বলে সংবধনা করা হয় , সেই চানক্য তৃণমূলের ঘর ভাঙিয়েও শেষ রক্ষা করতে পারেননি , আর পারেননি সিবিআইকে ঠেকিয়ে রাখতে । চেষ্টা তিনি খুব করেছিলেন সিবিআইকে ঠেকিয়ে রাখার জন্য কিন্তু কাজের কাজ কিছুই হয়নি ।
প্রসঙ্গত নারদ কাণ্ডে সিবিআই তাকে তলব করেছিল ,শুক্রবার রাজনৈতিক কাজে ব্যস্ত থাকার জন্য তিনি সিবিআই দপ্তরের যেতে পারেননি। প্রতিনিধি পাঠিয়ে সময় চেয়ে নিয়েছিলেন। যদিও সিবিআইয়ের তরফ থেকে পরদিনই মুকুল রায়কে ফের তলব করা হয়। শনিবার কলকাতার নিজাম প্যালেসে স্ব-শরীরে সিবিআই দপ্তরে হাজির হন মুকুল রায়।কি কথা হয়েছে মুকুল রায় অবশ্যই সংবাদ মাধ্যমকে জানাননি , তবে সহজে যে তিনি ক্লিন চিৎ পাচ্ছেননা সেটা সহজেই অনুমেয় ।
প্রসঙ্গত নারদ কাণ্ডে সিবিআই তাকে তলব করেছিল ,শুক্রবার রাজনৈতিক কাজে ব্যস্ত থাকার জন্য তিনি সিবিআই দপ্তরের যেতে পারেননি। প্রতিনিধি পাঠিয়ে সময় চেয়ে নিয়েছিলেন। যদিও সিবিআইয়ের তরফ থেকে পরদিনই মুকুল রায়কে ফের তলব করা হয়। শনিবার কলকাতার নিজাম প্যালেসে স্ব-শরীরে সিবিআই দপ্তরে হাজির হন মুকুল রায়।কি কথা হয়েছে মুকুল রায় অবশ্যই সংবাদ মাধ্যমকে জানাননি , তবে সহজে যে তিনি ক্লিন চিৎ পাচ্ছেননা সেটা সহজেই অনুমেয় ।
No comments:
Post a Comment