ওয়েব ডেস্ক ২৭শে সেপ্টেম্বর ২০১৯: চাণক্যের ম্যাজিক দিন কে দিন ফিকে হয়ে যাচ্ছে , আর তা নিয়েই ঘুম ছুটেছে একদা চাণক্য বলে পরিচিত বিজেপির মুকুল রায় । প্রসঙ্গত লোকসভা ভোটের পর থেকেই তৃণমূলের ঘর ভাঙিয়ে বিজেপিতে যোগদান করেছিল অনেক কর্মী সমর্থকেরা । এবার সেই বিজেপি থেকে সবাই একে একে তৃণমূলে ফিরতে চলেছে যা নিয়ে রীতিমতো মাথায় হাত বিজেপি নেতৃত্বের , আর মুকুল রায় তো মুখে কুলুপ এঁটেছেন ।
এ যাবৎ বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন ৪০০জন কর্মী সমর্থক।উল্লেখ্য, বীরভূম জেলার রূপপুর অঞ্চলের সুরুল গ্রামের ৪০০জন বিজেপি কর্মী পদ্ম ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ।গতকাল তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অনুব্রত মন্ডল।এদিন অনুব্রত মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অসিত মাল সহ প্রমুখ নেতৃবৃন্দ।এতো সংখক লোক তৃণমূলে ফিরে যাওয়াতে রাজনৈতিক বিশ্লেষকদের একটাই অভিমত , বিজেপিতে গিমিক ছাড়া যে কিছুই ছিলোনা এখন যারা বিজেপি ছেড়ে তৃণমূলে আসছে তারা বুঝতে পারছে ।
এ যাবৎ বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন ৪০০জন কর্মী সমর্থক।উল্লেখ্য, বীরভূম জেলার রূপপুর অঞ্চলের সুরুল গ্রামের ৪০০জন বিজেপি কর্মী পদ্ম ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ।গতকাল তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি অনুব্রত মন্ডল।এদিন অনুব্রত মন্ডল ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অসিত মাল সহ প্রমুখ নেতৃবৃন্দ।এতো সংখক লোক তৃণমূলে ফিরে যাওয়াতে রাজনৈতিক বিশ্লেষকদের একটাই অভিমত , বিজেপিতে গিমিক ছাড়া যে কিছুই ছিলোনা এখন যারা বিজেপি ছেড়ে তৃণমূলে আসছে তারা বুঝতে পারছে ।
No comments:
Post a Comment