ওয়েব ডেস্ক ১৫ই সেপ্টেম্বর ২০১৯: শুভেন্দু অধিকারী চিরকালই স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত । উনি যা ভাবেন সরাসরি বলতে কোনো দ্বিধা করেননা । আর মমতা বন্দ্যোপাধ্যায় যাই উনাকে আদেশ করুননা কেন অক্ষরে অক্ষরে পালন করেন তিনি ।
এবার সেই শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ জেলার ভরতপুর আলিয়া হাইস্কুলের মাঠে এক জনসভায় বহরমপুরের দায়িত্ব নেবেননা বলে জানিয়ে দেন ।এদিন তিনি বলেন,মুর্শিদাবাদ জেলার ২২টি বিধানসভার মধ্যে ২১ টির দায়িত্ব নেব।বহরমপুরের দায়িত্ব নেব না।কারন বহরমপুরে কালিদাসের বাস।তারা যে ডালে বসে থাকে সেই ডাল কাটে।
এদিন শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন দলের দুই সাংসদ আবু তাহের ও খলিলুর রহমান সহ বিভিন্ন নেতৃত্বরা। তারা শুভেন্দু বাবুর এহেন মন্তব্যে প্রথমে কিছুটা থমকে যান তার পর স্বাভাবিক অবস্থানে আসেন বলেই সূত্রের খবর ।
এবার সেই শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদ জেলার ভরতপুর আলিয়া হাইস্কুলের মাঠে এক জনসভায় বহরমপুরের দায়িত্ব নেবেননা বলে জানিয়ে দেন ।এদিন তিনি বলেন,মুর্শিদাবাদ জেলার ২২টি বিধানসভার মধ্যে ২১ টির দায়িত্ব নেব।বহরমপুরের দায়িত্ব নেব না।কারন বহরমপুরে কালিদাসের বাস।তারা যে ডালে বসে থাকে সেই ডাল কাটে।
এদিন শুভেন্দু অধিকারী ছাড়াও উপস্থিত ছিলেন দলের দুই সাংসদ আবু তাহের ও খলিলুর রহমান সহ বিভিন্ন নেতৃত্বরা। তারা শুভেন্দু বাবুর এহেন মন্তব্যে প্রথমে কিছুটা থমকে যান তার পর স্বাভাবিক অবস্থানে আসেন বলেই সূত্রের খবর ।
No comments:
Post a comment