ওয়েব ডেস্ক ১৩ই সেপ্টেম্বর ২০১৯: দিলীপ ঘোষ , বিপ্লব কুমার দেব , যেরকম বিতর্কিত মন্তব্য করে শিরোনামে এসেছেন , টলিউডের অন্যতম মুখ সুমন ব্যানার্জিও কি সেই একই ভাবে বিজেপিতে নাম কিনতে চাইছেন । আগেই অনেকবার বলা হয়েছে , কুরুচিকর মন্তব্য বাংলার রাজনীতি নয় এখন এটাই হাতিয়ার করে এগিয়ে যাওয়ার চেষ্টায় বিজেপি ।
প্রসঙ্গত বৃহস্পতিবার সিউড়িতে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নামঞ্চে সুমন তৃণমূল কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা দিকে দিকে আমাদের পার্টি অফিস দখল করছেন, করুন। আমরা তো নবান্ন দখল করব। আর আমাদের ওপর মহল যদি একবার হ্যাঁ বলে দেয়, চ্যালেঞ্জ করে বলছি, পশ্চিমবঙ্গে একটাও তৃণমূল পার্টি অফিস থাকবে না, গুঁড়িয়ে মাঠ করে দেব, ওখানে ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট হবে মহালয়ার দিন।’সুমন ব্যানার্জি সংলাপ ভালোই বলেন , হয়তো রাজনীতিটাও সিনেমার শুটিং বলে মনে করে ফেলেছেন , এমনই মন্তব্য নেটিজেনদের ।
প্রসঙ্গত বৃহস্পতিবার সিউড়িতে জেলা পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নামঞ্চে সুমন তৃণমূল কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা দিকে দিকে আমাদের পার্টি অফিস দখল করছেন, করুন। আমরা তো নবান্ন দখল করব। আর আমাদের ওপর মহল যদি একবার হ্যাঁ বলে দেয়, চ্যালেঞ্জ করে বলছি, পশ্চিমবঙ্গে একটাও তৃণমূল পার্টি অফিস থাকবে না, গুঁড়িয়ে মাঠ করে দেব, ওখানে ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট হবে মহালয়ার দিন।’সুমন ব্যানার্জি সংলাপ ভালোই বলেন , হয়তো রাজনীতিটাও সিনেমার শুটিং বলে মনে করে ফেলেছেন , এমনই মন্তব্য নেটিজেনদের ।
No comments:
Post a Comment