ওয়েব ডেস্ক ১৫ই অক্টোবর ২০১৯: লোক দেখানো অভিনন্দন জানাবার পর এবার বিজেপি নেতা মন্ত্রীদের আসল মনোভাবটা বেরিয়ে আসল অভিজিৎ ব্যানার্জীর প্রতি । তারা নিজেদের অর্থনৈতিক কাজকর্মকে সিলমোহর দিতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় মুখর হয়ে উঠেছে ।
আর প্রতিনিয়ত যিনি বেফাঁস মন্তব্য করে চলেন , সেই অনন্ত কুমার হেগড়ে টুইটারে জানান ‘যে মানুষটা মূল্যবৃদ্ধি এবং দেশে করের হার বৃদ্ধি কথা বলেছেন তাঁকেই ২০১৯–এর নোবেলে পুরস্কৃত করা হচ্ছে।’ এবারের লোকসভা ভোটে নিজেদের ইস্তেহারে যে ‘ন্যায় যোজনা’–র কথা বলেছিল কংগ্রেস, সেটা ৫৯ বছরের অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জির সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছিল। সেকারণে টুইটে এরপরই নাম না করে রাহুলকে একহাত নিয়ে হেগড়ে বলেছেন, ‘পাপ্পু এবার তাঁর ন্যায় শব্দবন্ধ নিয়ে গর্বিত হতে পারেন, যেখানে গরিব দেশবাসী লভ্যাংশ পাচ্ছে না।’হেগড়ে এ ক্ষেত্রে কতটা ঠিক বলেছেন বা ভুল বলেছেন সেটা অন্য প্রশ্ন তবে অভিজিৎ ব্যানার্জীর মতো একজনকে প্রকাশ্যে নিন্দা করা মানুষ ভালো চোখে দেখছেননা ।
আর প্রতিনিয়ত যিনি বেফাঁস মন্তব্য করে চলেন , সেই অনন্ত কুমার হেগড়ে টুইটারে জানান ‘যে মানুষটা মূল্যবৃদ্ধি এবং দেশে করের হার বৃদ্ধি কথা বলেছেন তাঁকেই ২০১৯–এর নোবেলে পুরস্কৃত করা হচ্ছে।’ এবারের লোকসভা ভোটে নিজেদের ইস্তেহারে যে ‘ন্যায় যোজনা’–র কথা বলেছিল কংগ্রেস, সেটা ৫৯ বছরের অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জির সঙ্গে আলোচনা করেই নেওয়া হয়েছিল। সেকারণে টুইটে এরপরই নাম না করে রাহুলকে একহাত নিয়ে হেগড়ে বলেছেন, ‘পাপ্পু এবার তাঁর ন্যায় শব্দবন্ধ নিয়ে গর্বিত হতে পারেন, যেখানে গরিব দেশবাসী লভ্যাংশ পাচ্ছে না।’হেগড়ে এ ক্ষেত্রে কতটা ঠিক বলেছেন বা ভুল বলেছেন সেটা অন্য প্রশ্ন তবে অভিজিৎ ব্যানার্জীর মতো একজনকে প্রকাশ্যে নিন্দা করা মানুষ ভালো চোখে দেখছেননা ।
No comments:
Post a Comment