Thursday, 17 October 2019

অভিজিতের পান্ডিত্য পদে পদে নোটবন্দির সিদ্ধান্তকে নসাৎ করছে

ওয়েব ডেস্ক ১৭ ই অক্টোবর ২০১৯:অভিজিৎ বিনায়ক ব্যানার্জির মতে কোন একটি বিষয় দারিদ্র বিমোচন আটকে রাখে না। এমন সময় তিনি এই সাক্ষাৎকার দিলেন যখন বৃহস্পতিবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে দারিদ্র বিমোচন দিবস।দারিদ্র বিমোচনে অনেক সমাধান লাগবে উল্লেখ করে অভিজিৎ ব্যানার্জি বলেন, এর সাথে অনেক বিষয় জড়িত।
"দুর্নীতি থাকলেই সবকিছু অকেজো হয়ে যাবে তা নয়। মানে দুর্নীতির ভেতরেও অনেক কিছু হয়, পরিবর্তন হয়। যে দেশে দুর্নীতি আছে সে দেশে পরিবর্তন আটকে থাকেনা," এক সাক্ষাৎকারে তিনি এই কথা ব্যক্ত করেন ।"লোকেরা যারা দুর্নীতিতে জড়িয়ে থাকে, তাদেরও ভোট জেতার আশা থাকে।"
ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোর উদাহরণ টেনে অভিজিৎ  ব্যানার্জি বলেন, তিনি 'বিখ্যাত দুর্নীতিগ্রস্ত প্রেসিডেন্ট' ছিলেন বলে নানা লোকে বলে।কিন্তু ইন্দোনেশিয়ায় সবার জন্য স্কুল এবং অপুষ্টি দূর করার উপর জোর দিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন।নোটবন্দি করে আদতে লাভের লাভ যে কিছুই হয়নি এই নিয়েও তিনি সরব হয়েছেন।

No comments:

Post a Comment

loading...