ওয়েব ডেস্ক ২৬শে অক্টোবর ২০১৯: মোদী জমানায় একটা জিনিসই প্রমাণিত , যারাই বিজেপি দলটির সাথে যুক্ত বা যুক্ত ছিলেন তারা বেফাঁস মন্তব্যে মাহির হয়েছেন । বাদ গেলেননা বাংলায় নিযুক্ত রাজ্যপাল জগদীপ ধনকর। আমরা দিলীপ ঘোষের বেফাঁস মন্তব্য শুনেছি , আকছার শুনছি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মন্তব্যও ।
এবার বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর শুক্রবার এক অনুষ্ঠানে বলেন, “আমি এখানে এসেছি তিন মাস হল। এই সময়ের মধ্যে আমি এক হাজারেরও বেশি বই পড়েছি।’’ সেই বই কতটা পাতলা ছিল সে বিষয়ে অবশ্য বিশদ ভাবে কিছুই জানাননি । তবে অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরা অতিকষ্টে তাদের হাসি চেপে রাখেন ।এদিন আবার একটা ঘটনা ঘটেছে , তিনি বাংলার প্রশংসাও করেছেন । এতো ভূতের মুখে রাম নাম ।
এবার বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর শুক্রবার এক অনুষ্ঠানে বলেন, “আমি এখানে এসেছি তিন মাস হল। এই সময়ের মধ্যে আমি এক হাজারেরও বেশি বই পড়েছি।’’ সেই বই কতটা পাতলা ছিল সে বিষয়ে অবশ্য বিশদ ভাবে কিছুই জানাননি । তবে অনুষ্ঠানে উপস্থিত দর্শকেরা অতিকষ্টে তাদের হাসি চেপে রাখেন ।এদিন আবার একটা ঘটনা ঘটেছে , তিনি বাংলার প্রশংসাও করেছেন । এতো ভূতের মুখে রাম নাম ।
No comments:
Post a comment