ওয়েব ডেস্ক ২১ ই অক্টোবর ২০১৯:মমতা বন্দ্যোপাধ্যায় যেই প্রকল্পেই হাত দিচ্ছেন সোনা ফলে যাচ্ছে । বিরোধী শিবিরে থেকেও , কেন্দ্রের বৈমাতৃসুলভ ব্যবহার পেয়েও তার উন্নতির রথ যে থামানো যায়নি সেটা আরো একবার প্রমান করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।মাত্র ৮ মাসে ৩৭ লক্ষেরও বেশি কৃষককে আর্থিক সহায়তা করেছে পশ্চিমবঙ্গ সরকার।এর জন্য ৫০০ কোটি টাকার বেশি খরচ হয়েছে বলে জানা যাচ্ছে ।
এই প্রকল্পে কৃষকদের এক একর করে জমি ও ৫ হাজার টাকা আর্থিক সহায়তা করে রাজ্য সরকার। পাশাপাশি কোনও কৃষকের মৃত্যু হলে, তাঁর পরিবারকে আর্থিক সাহায্য করা হয়।যেটা বাম জমানায় মাত্র কয়েক কিলো চাল ডালে সীমিত থাকতো ।কৃষকরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্পের আওতায় ৩৭ লক্ষ ৭৪ হাজার ৪৪৫ জন কৃষককে ৪৭৮.৩৭ কোটি টাকা দেওয়া হয়েছে। এই সময় পর্যন্ত রাজ্য সরকারের কাছে মোট আবেদনপত্রের সংখ্যা ছিল ৪০ লক্ষ ২২ হাজার ৩৫৪। অন্যদিকে, এই প্রকল্পের আওতায় ১৮-৬০ বছর বয়সী কোনও কৃষকের মৃত্যু হলে, তাঁর পরিবারকে ২ লক্ষ টাকা করে সহায়তা করা হয়। এই খাতে এখনও পর্যন্ত ২৩.৪৬ কোটি টাকা প্রদান করেছে সরকার।
No comments:
Post a comment