ওয়েব ডেস্ক ২১ ই অক্টোবর ২০১৯: এই না হলে দিলীপ ঘোষ , ভোল বদলাতে তিনি বিশেষজ্ঞ। যখন এক দিকে বিজেপির সব নেতা মন্ত্রীরা , অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় মুখর , এবং তিনি যোগ্য ভূমিকা পালন করেছিলেন , যখন দেখলেন বাংলার মানুষ এটাকে ভালো ভাবে নেয়নি , তখনই একশো আশি ডিগ্রী ঘুরে অভিজিৎ ব্যানার্জীর প্রশংসায় পঞ্চমুখ হলেন । অভিজিৎ ব্যানার্জিকে বিজেপি তরফ থেকে কে না সমালোচনা করেছেন !
পীযুষ গেল থেকে রাহুল সিনহা আর প্রাক্তন মন্ত্রী তথাগত রায় থেকে স্বয়ং দিলীপ বাবু । অবশেষে ঢোক গিলতে হলো দিলীপ বাবুর , উল্টো সুরও গাইতে হলো । এদিন কামারহাটিতে বিজেপির ‘গান্ধী সংকল্প যাত্রা’য় অংশ নিয়ে দিলীপ বলেন, ‘নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বিরাট মাপের ব্যক্তিত্ব। আশা করব দেশের আর্থিক সংকট থেকে পরিত্রাণ পেতে নিজের মূল্যবান মতামত তিনি দেবেন।’তিনি একরকম মেনেই নিলেন ভারতীয় অর্থনীতির অবস্থা ঠিক নেই । যেখানে নির্মলা সীতারামানের মতো ব্যক্তিত্ব কিছুতেই সেটা মানতে চাইছেনা । এবার বিজেপি কি করবে ? দু রকম কথা যে হয়ে গেল ? আইন মন্ত্রী রবিশঙ্কর প্রাসাদ কি কিছু বার করবেন , এই অচলাবস্থা কাটাবার জন্য ?
পীযুষ গেল থেকে রাহুল সিনহা আর প্রাক্তন মন্ত্রী তথাগত রায় থেকে স্বয়ং দিলীপ বাবু । অবশেষে ঢোক গিলতে হলো দিলীপ বাবুর , উল্টো সুরও গাইতে হলো । এদিন কামারহাটিতে বিজেপির ‘গান্ধী সংকল্প যাত্রা’য় অংশ নিয়ে দিলীপ বলেন, ‘নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বিরাট মাপের ব্যক্তিত্ব। আশা করব দেশের আর্থিক সংকট থেকে পরিত্রাণ পেতে নিজের মূল্যবান মতামত তিনি দেবেন।’তিনি একরকম মেনেই নিলেন ভারতীয় অর্থনীতির অবস্থা ঠিক নেই । যেখানে নির্মলা সীতারামানের মতো ব্যক্তিত্ব কিছুতেই সেটা মানতে চাইছেনা । এবার বিজেপি কি করবে ? দু রকম কথা যে হয়ে গেল ? আইন মন্ত্রী রবিশঙ্কর প্রাসাদ কি কিছু বার করবেন , এই অচলাবস্থা কাটাবার জন্য ?
No comments:
Post a comment