Wednesday, 23 October 2019

নোটবন্দির পর ৭৬% জাল টাকার বৃদ্ধি মোদী জমানায়

ওয়েব ডেস্ক ২৩ ই অক্টোবর ২০১৯: দুর্নীতি রুখতে কত পদক্ষেপই না কেন্দ্রীয় সরকার নিয়েছে । যেমন ৫০০ টাকা ১০০০ টাকা নোট , যেটা রাতারাতি হাওয়া করে দিয়েছিল কেন্দ্র সরকার । স্বয়ংক্রিয়ভাবে প্রশ্ন আসে জাল নোট যাতে আর ভারতীয় বাজার গ্রাস না করতে পারে সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল কি ? যদি উত্তরটা 'হ্যায়' হয় সে ক্ষেত্রে কতটা পর্যাপ্ত পরিমানের ছিল এই প্রশ্নটাও উঠে আসে ।
‘‌ক্রাইম ইন ইন্ডিয়া–‌‌২০১৭’‌ শীর্ষক রিপোর্ট বলছে, নোট বাতিলের পর জাল নোট ছাপানোর প্রবণতা বেড়েছে বেশি। উদ্বেগজনকভাবে ৭৬ শতাংশ বেশি।রিপোর্ট অনুযায়ী, ২০১৭–‌এ সারা দেশে বাজেয়াপ্ত হয়েছে ২৮ কোটি ১০ লক্ষ মূল্যের জাল নোট। তার আগের বছর অর্থাৎ ২০১৬ সালে বাজেয়াপ্ত হওয়া জাল নোটের মূল্য ছিল ১৫ কোটি ৯০ লক্ষ টাকা। এক বছরে জাল নোট বৃদ্ধি হয়েছে প্রায় সাড়ে ৭৬ শতাংশ। যত জাল নোট বাজেয়াপ্ত হয়েছে তার মধ্যে অর্ধেকের বেশি ১৪ কোটি ৯৮ লক্ষ টাকা দু’‌হাজারি নোট। যা নোট বাতিলের পরই বাজারে এসেছে। সব মিলিয়ে ৩ লক্ষ ৫৫ হাজার ৯৯৪টি জাল নোট উদ্ধার হয়েছে ২০১৭–‌এ। ২০১৬–‌এ উদ্ধার হয়েছিল ২ লক্ষ ৮১ হাজার ৮৩৯টি জাল নোট।এই যদি অবস্থা হয় তাহলে নোটবন্দি করে কি লাভ হলো সরকারের ? উঠছে প্রশ্ন । এতে দেখা যাচ্ছে যা অবস্থায় মনমোহন সিংহ অর্থনৈতিক অবস্থাটাকে রেখেছিল তার থেকে কয়েক ধাপ নিচে অর্থনীতির এখনকার অবস্থা । অন্তত বিশ্লেষকরা সেরকমই মনে করছে ।

No comments:

Post a Comment

loading...