ওয়েব ডেস্ক ১৬ই অক্টোবর ২০১৯:বিক্ষোভ সমাবেশ করতে গিয়ে গ্রেপ্তার হলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহর মেয়ে ও বোন। গতকাল দুপুরে শ্রীনগরে এই ঘটনা ঘটে। রাজ্যের বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রতিবাদে তাঁরা শামিল হয়েছিলেন। খানিকক্ষণ বিক্ষোভ দেখানোর পর পুলিশ এসে তাঁদের গ্রেপ্তার করে।
শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন ফারুক আবদুল্লাহর বোন সুরাইয়া, মেয়ে সাফিয়া ও রাজ্যের হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি বশির আহমেদ খানের স্ত্রী হাওয়া বসির। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট লোকজনের পরিবারের বেশ কয়েকজন নারী সদস্য।লালচকের কাছে সাংবাদিক কলোনি প্রতাপ পার্কে ওই বিক্ষোভ জমায়েতে সুরাইয়া আবদুল্লাহ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের সবাইকে আটকে রেখে ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা হয়েছিল। এ জিনিস চলতে পারে না।’ বিক্ষোভকারীদের হাতে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করা পোস্টার ছিল। তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন ফারুক আবদুল্লাহর বোন সুরাইয়া, মেয়ে সাফিয়া ও রাজ্যের হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি বশির আহমেদ খানের স্ত্রী হাওয়া বসির। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট লোকজনের পরিবারের বেশ কয়েকজন নারী সদস্য।লালচকের কাছে সাংবাদিক কলোনি প্রতাপ পার্কে ওই বিক্ষোভ জমায়েতে সুরাইয়া আবদুল্লাহ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমাদের সবাইকে আটকে রেখে ৫ আগস্ট সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা হয়েছিল। এ জিনিস চলতে পারে না।’ বিক্ষোভকারীদের হাতে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করা পোস্টার ছিল। তাঁদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
No comments:
Post a Comment