Thursday, 17 October 2019

‘সারে জঁহান সে আচ্ছা' স্কুলে গাওয়াতে , প্রধান শিক্ষক কে সাসপেন্ড করল যোগী সরকার

ওয়েব ডেস্ক ১৭ ই অক্টোবর ২০১৯: যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রিত্বের পদে বসানো হয়েছে সুশাসনের জন্য না জাতি বিদ্বেষ ছড়ানোর জন্য , অন্ত নেটিজেনদের একাংশের এরকমই প্রশ্ন । পরিস্তিতি এমন জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে স্কুলে মোহাম্মদ ইকবালের লেখা ‘সারে জঁহান সে আচ্ছা, হিন্দুস্থান হামারা/ হম বুলবুলে হ্যায় ইসকি, ইয়ে গুলসিঁতা হমারা, গানটি স্কুলে গাওয়াতে প্রধান শিক্ষককে সাস্পেন করা হল ।
’কবির অপরাধ ছিল, তিনি মুসলিম সম্প্রদায়ের মানুষ।জানা গেছে, কবি মহম্মদ ইকবালের লেখা ‘লব পে আতি হ্যায় দুয়া বন কে তামান্না মেরি’ কবিতাটি গান হিসেবে গাওয়ার রেওয়াজ ছিল তাঁর স্কুলে। অভিযোগ, সেই চরমপন্থী হিন্দুত্ববাদী দুই সংগঠনের নালিশের কারণে তাঁকে সাসপেন্ড করা হয়েছে। যদিও যোগী প্রশাসন এই দাবি মানতে নারাজ।
এদিকে স্কুলের প্রধান শিক্ষক দাবি করেছেন মোহাম্মদ ইকবালের কবিতাটি প্রথম শ্রেণী থেকে ষষ্ট শ্রেণী অবধি পাঠক্রমে রয়েছে তাই তার গান টি গাওয়া হয় , যদি তার এই উক্তিতে কান দেয়নি প্রশাসন। 

No comments:

Post a Comment

loading...