ওয়েব ডেস্ক ২৩ ই অক্টোবর ২০১৯:রাজধানী দিল্লিতে সঙ্ঘ-ঘনিষ্ঠদের এক অনুষ্ঠান হচ্ছিল। প্রধান বক্তা হিসেবে পৌঁছে গেছেন অমিত শাহ। আশীর্বচন দিতে কর্নাটক থেকে উড়ে এসেছেন এক প্রবীণ। ভরা সভাঘরে অমিতকে আশীর্বাদ করে বললেন, ‘ভবিষ্যতে ভারতের প্রধানমন্ত্রী হোন।’ সভাগৃহ জুড়ে করতালির ঝড় বয়ে গেল।
ভুরু কুঁচকে, মাথাটি নাড়িয়ে একটু বিরক্তি প্রকাশ অবশ্য করলেন অমিত। হয়তো বোঝাতে চাইলেন, ‘এমন কথা আবার কেন?’ কিন্তু পরক্ষণেই হাসিমুখে মাথা পেতে গুরুজনের সেই আশীর্বাদ কবুলও করলেন।রাজনাথ সিংকে সরিয়ে অমিতকে যখন এ বার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী করা হলো, তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট করে দিয়েছিলেন, তার উত্তরসূরি কে। ৫৪ বছরের অমিত শাহের জন্মদিন আগামীকাল। পাঁচ বছর পরে তার বয়স সবে ষাট ছুঁই ছুঁই হবে। নরেন্দ্র মোদির হবে ৭৪। বিজেপি শিবিরে কয়েক মাস ধরেই আলোচনা শুরু হয়ে গেছে, মোদির পরে প্রধানমন্ত্রী কি অমিতই? সেই যে আলোচনা এত দিন ঘরোয়া স্তরে ছিল, এখন খোদ অমিত শাহের সামনেই তার প্রকাশ হচ্ছে!বিজেপি নেতারা বলছেন, বিজেপির মতো সংগঠনভিত্তিক দলে ভবিষ্যতে কী হবে, তা সময়ই বলবে। কিন্তু এ-ও ঠিক, পাঁচ বছর ধরে মোদি-শাহ জুটিই বিজেপিতে সব থেকে বেশি ক্ষমতাধর। আর এখন অমিতের কাঁধের উচ্চতা রোজ বাড়ছে। অনেক সময় এমনও ধারণা তৈরি হচ্ছে যে, প্রধানমন্ত্রী বরং আগের তুলনায় অনেক বেশি নমনীয় হচ্ছেন, আর গর্জন বাড়ছে অমিত শাহের।
ভুরু কুঁচকে, মাথাটি নাড়িয়ে একটু বিরক্তি প্রকাশ অবশ্য করলেন অমিত। হয়তো বোঝাতে চাইলেন, ‘এমন কথা আবার কেন?’ কিন্তু পরক্ষণেই হাসিমুখে মাথা পেতে গুরুজনের সেই আশীর্বাদ কবুলও করলেন।রাজনাথ সিংকে সরিয়ে অমিতকে যখন এ বার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী করা হলো, তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট করে দিয়েছিলেন, তার উত্তরসূরি কে। ৫৪ বছরের অমিত শাহের জন্মদিন আগামীকাল। পাঁচ বছর পরে তার বয়স সবে ষাট ছুঁই ছুঁই হবে। নরেন্দ্র মোদির হবে ৭৪। বিজেপি শিবিরে কয়েক মাস ধরেই আলোচনা শুরু হয়ে গেছে, মোদির পরে প্রধানমন্ত্রী কি অমিতই? সেই যে আলোচনা এত দিন ঘরোয়া স্তরে ছিল, এখন খোদ অমিত শাহের সামনেই তার প্রকাশ হচ্ছে!বিজেপি নেতারা বলছেন, বিজেপির মতো সংগঠনভিত্তিক দলে ভবিষ্যতে কী হবে, তা সময়ই বলবে। কিন্তু এ-ও ঠিক, পাঁচ বছর ধরে মোদি-শাহ জুটিই বিজেপিতে সব থেকে বেশি ক্ষমতাধর। আর এখন অমিতের কাঁধের উচ্চতা রোজ বাড়ছে। অনেক সময় এমনও ধারণা তৈরি হচ্ছে যে, প্রধানমন্ত্রী বরং আগের তুলনায় অনেক বেশি নমনীয় হচ্ছেন, আর গর্জন বাড়ছে অমিত শাহের।
No comments:
Post a comment