ওয়েব ডেস্ক ১৭ ই অক্টোবর ২০১৯: যেরকম কথা সেরকম কাজ , এবার রেলকেও বেসরকারি করণের পথে নিয়ে যাচ্ছে বিজেপি সরকার । বছরে ২ কোটি বেকারকে চাকরি দেওয়ার কথা বলেছিলো মোদী সরকার , এখন দেখা যাচ্ছে দুকোটি চাকরিজীবী লোক না বেকার হয়ে পড়েন । এই বেসরকারিকরণের প্রক্রিয়ায় সূত্রের মারফত খবর বেসরকারি বিমান সংস্থাগুলিকে অগ্রাধিকার বেশি করে দেওয়া হচ্ছে ।প্রসঙ্গত রাজধানী বা দুরন্তের মতো বিলাসবহুল দূরপাল্লার ট্রেনে খুব শিগগিরই দেখা মিলতে পারে ‘এয়ার হোস্টেস’–দের আদলে ‘ট্রেন হোস্টেস’–দের।
যাত্রী আপ্যায়ন থেকে স্বাচ্ছন্দ্য দেখাই হবে তাঁদের কাজ। বেসরকারি বিমান সংস্থাগুলির যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়ে অভিজ্ঞতা থাকায় ওই সংস্থাগুলিই অগ্রাধিকার পেতে পারে বলে রেলকর্তাদের অনুমান। আর এই দৌড়ে ইন্ডিগো সব থেকে এগিয়ে আছে বলে রেলসূত্রের খবর। রেলকর্তাদের পাশাপাশি ইন্ডিগোও যাত্রী পরিষেবার বরাত পাওয়ার বিষয়ে আগ্রহী। সরকার যতই বলুক রেল লোকসানে চলছে , তা সেই লোকসান থেকে লাভের মুখে ফিরিয়ে আনতে কি কি পদক্ষেপ নিয়েছিল মোদী সরকার ? প্রশ্ন উঠছে ।
যাত্রী আপ্যায়ন থেকে স্বাচ্ছন্দ্য দেখাই হবে তাঁদের কাজ। বেসরকারি বিমান সংস্থাগুলির যাত্রী স্বাচ্ছন্দ্যের বিষয়ে অভিজ্ঞতা থাকায় ওই সংস্থাগুলিই অগ্রাধিকার পেতে পারে বলে রেলকর্তাদের অনুমান। আর এই দৌড়ে ইন্ডিগো সব থেকে এগিয়ে আছে বলে রেলসূত্রের খবর। রেলকর্তাদের পাশাপাশি ইন্ডিগোও যাত্রী পরিষেবার বরাত পাওয়ার বিষয়ে আগ্রহী। সরকার যতই বলুক রেল লোকসানে চলছে , তা সেই লোকসান থেকে লাভের মুখে ফিরিয়ে আনতে কি কি পদক্ষেপ নিয়েছিল মোদী সরকার ? প্রশ্ন উঠছে ।
No comments:
Post a comment