ওয়েব ডেস্ক ২৬শে অক্টোবর ২০১৯:বিজেপি হরিয়ানা দখল করল ঠিকই , কিন্তু যেই মূল্যটা দিল সেটা নিহত কম নয় । জননায়ক জনতা পার্টির দুষ্মন্ত চৌটালাকে উপ মুখ্যমন্ত্রীত্বের পদটা ছেড়ে দিতে বাধ্য হলেন অমিত শাহেরা। মধু চন্দ্রিমা শুরু হয়ে গেছে দু পক্ষতেই , অমাবস্যা কবে নেমে আসবে সেটাই এখন দেখার । হয়তো এমনটাই ভাবছে কংগ্রেস ।প্রসঙ্গত জননায়ক জনতা পার্টির (জেজেপি) নেতা দুষ্মন্তর দুই হাতেই লাড্ডু ছিল। কংগ্রেস তাঁর হাত ধরতে চেয়েছিল, বিজেপিও।
দুষ্মন্ত দুই দলের সঙ্গেই প্রাথমিক কথা বলেছিলেন। শেষমেশ বিজেপির বাড়ানো হাতটাই তিনি ধরেছেন। তাঁর দিক থেকে ঠিকই করেছেন তিনি। পাউরুটির কোন দিকে মাখন লাগানো, সেই বোধশক্তি একত্রিশ বছরের এই তরুণের জন্মগত। ঠাকুরদা ওমপ্রকাশ চৌটালা ও তাঁর বাবা দেবীলাল দুজনেই এক সময় হরিয়ানা শাসন করেছেন। দেবীলাল তো ভারতের উপ প্রধানমন্ত্রীও হয়েছিলেন। আদ্যন্ত রাজনৈতিক পরিবারে লালিত ও পালিত এই জাট তরুণ বুঝেছেন, ডুবন্ত কংগ্রেসের চেয়ে ছুটন্ত বিজেপি আপাতত তাঁর পক্ষে ‘বেস্ট বেট’। জীবনটা তিনি শুরুই করবেন উপমুখ্যমন্ত্রী হিসেবে। রাজ্যের ‘উপেক্ষিত’ জাট ক্ষতে প্রলেপ দেওয়ার কাজও তাঁর হাতে দিয়েই শুরু হবে। বিজেপির হাত ধরলে এই মুহূর্তে তাই লাভ ছাড়া ক্ষতি নেই।
দুষ্মন্ত দুই দলের সঙ্গেই প্রাথমিক কথা বলেছিলেন। শেষমেশ বিজেপির বাড়ানো হাতটাই তিনি ধরেছেন। তাঁর দিক থেকে ঠিকই করেছেন তিনি। পাউরুটির কোন দিকে মাখন লাগানো, সেই বোধশক্তি একত্রিশ বছরের এই তরুণের জন্মগত। ঠাকুরদা ওমপ্রকাশ চৌটালা ও তাঁর বাবা দেবীলাল দুজনেই এক সময় হরিয়ানা শাসন করেছেন। দেবীলাল তো ভারতের উপ প্রধানমন্ত্রীও হয়েছিলেন। আদ্যন্ত রাজনৈতিক পরিবারে লালিত ও পালিত এই জাট তরুণ বুঝেছেন, ডুবন্ত কংগ্রেসের চেয়ে ছুটন্ত বিজেপি আপাতত তাঁর পক্ষে ‘বেস্ট বেট’। জীবনটা তিনি শুরুই করবেন উপমুখ্যমন্ত্রী হিসেবে। রাজ্যের ‘উপেক্ষিত’ জাট ক্ষতে প্রলেপ দেওয়ার কাজও তাঁর হাতে দিয়েই শুরু হবে। বিজেপির হাত ধরলে এই মুহূর্তে তাই লাভ ছাড়া ক্ষতি নেই।
No comments:
Post a Comment