Tuesday, 15 October 2019

বিজেপির সাথে দূরত্ব বাড়িয়েই চলেছেন শোভন , বীতশ্রদ্ধ হয়ে আর সভায় ডাকতে চায়না বিজেপি

ওয়েব ডেস্ক ১৫ই অক্টোবর ২০১৯: যেই  আশা আকাঙ্খা নিয়ে বিজেপিতে  যোগ দিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় ও তার অসময়ের বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায় তা রীতিমতো বিশবাঁও জলে । এখন তারা বিজেপির থেকে দূরত্ব বজায় রাখতেই বেশি ব্যস্ত ।
এমনটাই ধারণা বিজেপির শীর্ষ মহলে । বৈশাখী ব্যানার্জি যেমন বললেন ‘অমিত শাহের অনুষ্ঠানের দিন বিজেপির এক সহ-সভাপতি আমাকে ফোন করেছিলেন। কিন্তু কলেজের ঝামেলার মধ্যে থাকায় ফোন তোলার অবস্থায় ছিলাম না। শোভন চট্টোপাধ্যায় কলকাতার বাইরে আছে বলেই হয়তো বিজেপি নেতারা ওঁকে ফোন করেননি।বিজেপির শীর্ষ নেতৃত্বের বক্তব্য অনুযায়ী শোভন-বৈশাখী একাধিক বিজেপির কর্মে নিজেদের অনুপস্থিত রেখেছেন , তারা ফোন না তুলে নিজেদের দূরত্ব বিজেপির থেকে বজায় রেখেছেন । এবার ওয়াকিবহাল মহলের প্রশ্ন তাহলে কি আবার একবার শোভন জার্সি পরিবর্তন করবেন ? জল্পনা তুঙ্গে ।

No comments:

Post a Comment

loading...