Monday, 21 October 2019

২৪শে অক্টোবরই নির্ধারণ করবে মহারাষ্ট্রের মসনদে কে বসবে , বিজেপি একটু চাপে

ওয়েব ডেস্ক ২১ ই অক্টোবর ২০১৯:আবার বিধানসভা ভোটের দামামা শুরু হলো মহারাষ্ট্রে ।বিজেপিকে যতই মুখে আত্মবিশ্বাসী শোনাক ভেতরে ভেতরে টেনশনে দিন গুনছেন অমিত শাহেরা। গতকাল  মহারাষ্ট্রে মোট ২৮৮টি আসনে ভোট নেওয়া হচ্ছে। অন্যদিকে হরিয়ানায় ভোট নেওয়া হচ্ছে ৯০ আসনে। দুইটি রাজ্যেই এদিন সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়, তা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগামী ২৪ অক্টোবর ভোটের ফল প্রকাশিত হবে।এবারের নির্বাচনী ময়দানে মহারাষ্ট্রে প্রধান রাজনৈতিক দলগুলি হল বিজেপি, শিবসেনা, কংগ্রেস ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)।
প্রধান লড়াই হচ্ছে বিজেপি-শিবসেনা জোটের সাথে কংগ্রেস-এনসিপির মধ্যে। ভোট কেন্দ্রের সংখ্যা ৯৬,৬৬১টি। এই রাজ্যে মোট ৩২৩৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে আছেন মুখ্যমন্ত্রী বিজেপির দেবেন্দ্র ফড়নবিস, প্রাক্তন  মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস প্রার্থী পৃত্থীরাজ চৌহান, কংগ্রেসের আশিস দেশমুখ, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, তার পুত্র আদিত্য ঠাকরে, এনসিপি প্রার্থী সাবেক উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার, আম আদমি পার্টির পারমিতা প্রাণগোপাল গোস্বামী, মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রকান্ত বাচ্চু পাতিল, এনসিপি প্রধান শারদ পাওয়ারের ভাইপো রোহিত পাওয়ার প্রমুখ।হরিয়ানায় লড়াই হচ্ছে বিজেপি, কংগ্রস ও জননায়ক জনতা পার্টির মধ্যে। এবারের নির্বাচনী লড়াইয়ে প্রার্থী হয়েছেন মোট ১১৬৯ জন। হেভিওয়েট প্রার্থীরা হলেন বর্তমান মুখ্যমন্ত্রী বিজেপি প্রার্থী মনোহর লাল খাট্টার, প্রাক্তন  মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের ভূপিন্দর সিং হুডা, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি) প্রার্থী অভয় সিং চৌতালা, জননায়ক জনতা পার্টির দুশ্যন্ত চৌতালা, বিজেপির অলিম্পিক পদক জয়ী ববিতা ফোগট, সাবেক হকি দলের অধিনায়ক সন্দীপ সিং, কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা। 

No comments:

Post a Comment

loading...