Tuesday, 26 November 2019

লজ্জায় পড়ার আগেই ফরনবীশের ইস্তফা , নাটকের নতুন মোড়

ওয়েব ডেস্ক ২৬শে নভেম্বর ২০১৯: সুপ্রিম কোর্টের রায়ের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন দেবেন্দ্র ফডণবীস ও অজিত পাওয়ার। এর আগে নানা নাটকীয়তার পর গত শনিবার ভোরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস এবং উপ-মুখ্যমন্ত্রী হিসেবে অজিত পাওয়ার শপথ নেন। তার পর বিক্ষুব্ধ শিবসেনা-কংগ্রেস ও এনসিপি জোট আদালতের দ্বারস্থ হন। আজ মঙ্গলবার সকালে ভারতের সুপ্রিম কোর্ট বুধবার বিকেল ৫টার মধ্যে ফডণবীস সরকারকে তাদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেয়ার নির্দেশ দেয়।ওই রায়ে আরো বলা হয়, শিগগিরই প্রোটেম স্পিকার নিয়োগ করে বুধবার বিকেল ৫টার মধ্যে আস্থা ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে দেবেন্দ্র ও ফডণবীসকে। কোনো গোপন ব্যালেটের বদলে সরাসরি সম্প্রচার করতে হবে সেই আস্থাভোটের পুরো প্রক্রিয়া।
রায় প্রকাশের কয়েক ঘণ্টা পরই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসাবে মাত্র দু’দিন আগে শপথ নেওয়া দেবেন্দ্র ফডণবীসের কাছে পদত্যাগপত্র জমা দেন অজিত।এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অমিত শাহর জরুরি বৈঠকের পর তড়িঘড়ি বার্তা গেল মহারাষ্ট্রে। মোদি-শাহর নির্দেশেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন দেবেন্দ্র ফডণীস। উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের আচমকা ইস্তফার পর এবার চমক দেখালেন তিনি।
সব সময় যে জেতা যায়না সেটা আরও একবার প্রমাণিত ।

No comments:

Post a Comment

loading...