Sunday, 24 November 2019

অজিতের দুর্বল জায়গায় টোকা মেরেই তাকে কাছে টেনেছে বিজেপি :শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউথ

ওয়েব ডেস্ক ২৪শে নভেম্বর ২০১৯: শুক্রবার ঠিক ছিল শনিবার সকালে উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রীত্বের জন্য শপথ নেবেন । কিন্তু শনিবার সকালে প্রেক্ষাপট পুরোপুরি বদলে যায় । যেখানে দেবেন্দ্র ফাদনাভিস মুখ্যমন্ত্রীত্বের জন্য শপথ নিচ্ছেন ।  কি করে এমন হল আর কোন জাদুতেই এরকম ঘটনা ঘটল তার জানার জন্য সংবাদ সংস্থাদের হুড়োহুড়ি লেগে গিয়েছিল ।
প্রশ্ন ছিল একটাই কি করে অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রীত্বের আসনটা দখল করল আর কি করেই বা তাকে কাছে টানল বিজেপি । শিবসেনার মুখপাত্রের দাবি , অজিত একজন দুর্নীতি পরায়ণ মানুষ । ৯০০০০ কোটি টাকার তছরূপটাই বিজেপির কম্পিউটারের হার্ড ডিস্কে ছিল , আর তা দিয়ে ফায়দা বিজেপি তুলবেন সেটা কি কখনো হতে পারে ?উল্লেখ্য, অজিত পাওয়ারের বিরুদ্ধে ৯০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। তারমধ্যে চলতি বছরের সেপ্টেম্বরে, মহারাষ্ট্র সমবায় ব্যাঙ্কে ২০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে তাঁর নাম জড়ায়। শুরু হয় ইডি-র তদন্ত। ২০১৪ সালে ৭০ হাজার কোটি টাকার সেচ দুর্নীতিতে নাম জড়ানোয় উপ-মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন অজিত। আর সেই দুর্নীতি থেকে বাঁচতে বিজেপিকে সমর্থন অজিতের,এমনতাই মনে করছে শিবসেনা। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, ”জেলযাত্রার হাত থেকে বাঁচতে বিজেপিকে সমর্থন দিয়েছেন অজিত পাওয়ার।”

No comments:

Post a Comment

loading...