Saturday, 2 November 2019

উলঙ্গ অবস্থায় বিজেপি নেতার ,মহিলা নিয়ে আমোদ প্রমোদ করার ভিডিও ভাইরাল , অস্বস্তিতে বিজেপি

ওয়েব ডেস্ক ২রা   নভেম্বর  ২০১৯: মহিলা নিয়ে আপত্তিকর অবস্থায় থাকা আর সে ছবি ভাইরাল হওয়াটা বিজেপি নেতাদের নতুন কিছু নয় । এর আগেও এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে , আর বিজেপির মুখ পুড়েছে । আর এবারও পুড়ল । প্রসঙ্গত দমন  আর ডিউয়ের বিজেপি সভাপতি গোপাল ট্যান্ডালকে তাঁদেরকে এক মহিলার সাথে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় তার পর চলে যৌনতার খেলা ।
যা দেখে অনেকেই যেমন মিঠি মিঠি হাসছেন আবার বিজেপি নেতৃত্ব তেমন অস্বস্তিতে পড়েছে । তবে ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছে বিজেপির বুদ্ধিজীবীরা , তাদেরই একাংশের বক্তব্য গোপাল ট্যান্ডালকে হানি ট্রাপের ফাঁদে ফেলে এরকম একটা ভিডিও তৈরী করেছে বিরোধীরা । যা কতটা বিশ্বাস যোগ্য সেটা সময়ই বলবে । তবে শ্রীযুক্ত গোপাল ট্যান্ডালকে কিন্তু ফোনে পাওয়া যাচ্ছে না । তার ফোন বন্ধ করা আছে । তবে এই ভিডিও ভাইরাল হওয়ায় তাঁর ভাবমূর্তি যে ধাক্কা খেয়েছে তা বলাই যায়।সূত্রের খবর অনুসারে ঘনিষ্ট মহলে তাঁদের দাবি করেছেন বিরোধীরা তাকে ফাঁসিয়েছে ।

No comments:

Post a comment

loading...