Sunday, 17 November 2019

উইঘুর মুসলিমদের নিপীড়ণের ব্যাপারে আলিমুদ্দিন তথা ভারতের কমিউনিস্ট পার্টি কার্ল ম্যাক্স কি ভুলে যায় ?

ওয়েব ডেস্ক ১৭ই নভেম্বর ২০১৯: যেই চীনের কমিউনিস্ট  পার্টিকে ভারতের কমিউনিস্ট পার্টি "ব্রাদারহুড " বলে মনে করে । আরও ভালো করে বললে , আলিমুদ্দিনের বর্ষীয়ান নেতারা তাদের নিজেদের ভাই বলে মনে করে তারা কি জানেন এই চীনের কমিউনিস্ট পার্টি কি ভাবে উইঘুর মুসলমানদের প্রতি অত্যাচার চালাচ্ছে ? প্রসঙ্গত চীনের জিনজিয়াং রাজ্যে উইঘুর মুসলিমদের ওপর পরিচালিত রাষ্ট্রীয় নির্যাতন ও নিপীড়নের প্রত্যক্ষ প্রমাণ মিলেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা ওয়াশিংটন পোস্ট।
এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমটি। এতে বলা হয় সম্প্রতি এক সরকারি নথি ফাঁসের পর দেখা যায়, চীনা সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই সেদেশে উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন চলছে। শুধু নৃতাত্ত্বিক উইঘুর সম্প্রদায়ের মুসলমানরাই নয়; বরং একই অবস্থা অঞ্চলটির অন্য মুসলিমদেরও।এতে আরও বলা হয়, চীনে প্রায় দেড় কোটি উইঘুর মুসলমানের বাস। জিনজিয়াং প্রদেশের জনসংখ্যার ৪৫ শতাংশই উইঘুর মুসলিম। এই প্রদেশটি তিব্বতের মতো স্বশাসিত একটি অঞ্চল। বিদেশি মিডিয়ার সেখানে প্রবেশের ব্যাপারে কঠোর বিধিনিষেধ রয়েছে। কিন্তু গত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন সূত্রে খবর আসছে, সেখানে বসবাসরত উইঘুরসহ ইসলাম ধর্মাবলম্বীদের ওপর ব্যাপক ধরপাকড় চালাচ্ছে বেইজিং। জাতিসংঘের বিশেষজ্ঞ ও অ্যাক্টিভিস্টরা দীর্ঘদিন থেকেই বলে আসছেন, জিনজিয়াং-এর বিভিন্ন বন্দিশিবিরে অন্তত ১০ লাখ মুসলিমকে আটক করে রেখেছে চীন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ মানবাধিকার সংগঠনগুলোও জাতিসংঘের কাছে এ ব্যাপারে উদ্বেগ জানিয়েছে। তবে চীন বরাবরই মুসলিমদের গণগ্রেফতারের অভিযোগ অস্বীকার করে আসছে।প্রতিবেদনে আরও বলা হয়েছে, সম্প্রতি সংবাদমাধ্যমের হাতে আসা নথিটি ফাঁস হয়েছে চীনের একজন ঊর্ধ্বতন রাজনীতিকের কাছ থেকে। এতে দেখা গেছে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং কিভাবে ২০১৪ সালে অঞ্চলটি সফরকালে এবং পরবর্তীতে বিভিন্ন সময় কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া ভাষণে অঞ্চলটির মুসলিমদের ব্যাপারে বেইজিং-এর অবস্থান পরিষ্কার করেছেন।এবার কথা উঠছে , পশ্চিমবঙ্গ তথা ভারতের কমিউনিস্ট পার্টির লোকেরা কেন এখনো চুপ করে আছে ? তারা এই নিয়ে কেন আন্দোলন করছেন না । না এই সময় তারা কার্ল ম্যাক্সের নিয়মাবলী ভুলে যান ?

No comments:

Post a Comment

loading...