ওয়েব ডেস্ক ২৭শে নভেম্বর ২০১৯: গতকাল পালিত হয়েছে সংবিধান দিবস। যে সংবিধানে সকল জাতি-গোষ্ঠীর সমানধিকার নিশ্চিত করা হয়েছে। তবু এখনও নানা জায়গায় নজরে আসে নানা বৈষম্যের ঘটনা। তেমনই এক ঘটনার সাক্ষী হলো দেশের সাম্প্রদায়িকতার জন্য ঝুঁকিপূর্ণ রাজ্য গুজরাট। ১৪ বছরের দলিত এক কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে প্রভাবশালী দরবার সম্প্রদায়ের লোকেদের বিরুদ্ধে।
ছেলেটির অপরাধ- সে হোটেলে উচ্চবর্ণের লোকেদের উপস্থিতিতে চেয়ারে বসেছিল!নির্যাতিত ছেলেটি তফশিলি সম্প্রদায়ের। বনসকান্তা জেলার জেরদা গ্রামের বাসিন্দা ছেলেটি মাত্র ক্লাস নাইনে পড়ে। মঙ্গলবার ভারতের সংবিধান দিবসের দিন টিউশন ক্লাস থেকে ফিরছিল ছেলেটি। রাস্তায় তার পথ আটকায় দরবার সম্প্রদায়ের চার যুবক। তারা বলে 'ব্যাটা নিচু জাত, কোন সাহসে আমাদের উপস্থিতিতে হোটেলে চেয়ারে বসেছিলি তুই? এরপর কী হয়েছে বুঝে ওঠার আগেই ছেলেটিকে পেটাতে শুরু করে ওই চারজন। ছেলেটি আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করলে তাকে বেধড়ক মারধর করা হয়।'এই ঘটনা চোখে পড়ে দলিত সম্প্রদায়ের আরেক পথ চলতি তরুণের। সে ছেলেটিকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও জাতপাত তুলে মানসিক এবং শারিরীক হেনস্থা করে অভিযুক্ত ৪ যুবক।
ছেলেটির অপরাধ- সে হোটেলে উচ্চবর্ণের লোকেদের উপস্থিতিতে চেয়ারে বসেছিল!নির্যাতিত ছেলেটি তফশিলি সম্প্রদায়ের। বনসকান্তা জেলার জেরদা গ্রামের বাসিন্দা ছেলেটি মাত্র ক্লাস নাইনে পড়ে। মঙ্গলবার ভারতের সংবিধান দিবসের দিন টিউশন ক্লাস থেকে ফিরছিল ছেলেটি। রাস্তায় তার পথ আটকায় দরবার সম্প্রদায়ের চার যুবক। তারা বলে 'ব্যাটা নিচু জাত, কোন সাহসে আমাদের উপস্থিতিতে হোটেলে চেয়ারে বসেছিলি তুই? এরপর কী হয়েছে বুঝে ওঠার আগেই ছেলেটিকে পেটাতে শুরু করে ওই চারজন। ছেলেটি আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করলে তাকে বেধড়ক মারধর করা হয়।'এই ঘটনা চোখে পড়ে দলিত সম্প্রদায়ের আরেক পথ চলতি তরুণের। সে ছেলেটিকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও জাতপাত তুলে মানসিক এবং শারিরীক হেনস্থা করে অভিযুক্ত ৪ যুবক।
No comments:
Post a comment