ওয়েব ডেস্ক ২৭শে নভেম্বর ২০১৯: অবশেষে মহারাষ্ট্রের বিধানভবনে শপথ নিলেন বিধায়করা। তাঁদের শপথবাক্য পাঠ করালেন প্রোটেম স্পিকার কালীদাস কোলম্বকর।বিধায়ক হিসাবে শপথ নিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও ।৮০ ঘন্টা আগে যিনি মুখ্যমন্ত্রিত্বের জন্য শপথ নিয়েছিলেন, আজ তাকে সাধারণ এক বিধায়ক হিসেবে শপথ নিতে হল ।
এর থেকে বেদনাদায়ক আর কি হতে পারে দেবেন্দ্র ফরনবীশের কাছ থেকে । রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত মুখটা আসল পুড়ল বিজেপির মধ্যে চানক্য বলে প্রসিদ্ধ অমিত শাহের। এদিকে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের জোট সরকারের শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী হচ্ছেন উদ্ধব ঠাকরে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন উদ্ধব।এনসিপি এবং কংগ্রেস থেকে ২ জন হতে চলেছেন উপমুখ্যমন্ত্রী।বুধবার সকাল থেকেই শপথ নেওয়ার জন্য এনসিপি-শিবসেনা ও কংগ্রেস বিধায়করা বিধানভবনে পৌঁছতে শুরু করেন।বিধানসভার বাইরে বিধায়কদের স্বাগত জানান শরদ কন্যা সুপ্রিয়া সুলে। সুপ্রিয়া স্বাগত জানান দাদা অজিত পাওয়ারকেও।দাদার সঙ্গে কোনও ঝামেলা নেই বলেই হাসতে হাসতে এদিন দাবি করেন শরদ কন্যা।
এর থেকে বেদনাদায়ক আর কি হতে পারে দেবেন্দ্র ফরনবীশের কাছ থেকে । রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত মুখটা আসল পুড়ল বিজেপির মধ্যে চানক্য বলে প্রসিদ্ধ অমিত শাহের। এদিকে শিবসেনা, এনসিপি এবং কংগ্রেসের জোট সরকারের শেষপর্যন্ত মুখ্যমন্ত্রী হচ্ছেন উদ্ধব ঠাকরে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন উদ্ধব।এনসিপি এবং কংগ্রেস থেকে ২ জন হতে চলেছেন উপমুখ্যমন্ত্রী।বুধবার সকাল থেকেই শপথ নেওয়ার জন্য এনসিপি-শিবসেনা ও কংগ্রেস বিধায়করা বিধানভবনে পৌঁছতে শুরু করেন।বিধানসভার বাইরে বিধায়কদের স্বাগত জানান শরদ কন্যা সুপ্রিয়া সুলে। সুপ্রিয়া স্বাগত জানান দাদা অজিত পাওয়ারকেও।দাদার সঙ্গে কোনও ঝামেলা নেই বলেই হাসতে হাসতে এদিন দাবি করেন শরদ কন্যা।
No comments:
Post a comment