Saturday, 23 November 2019

শরদ-উদ্ধব আশাবাদী ৩০শে নভেম্বর সংখ্যাগরিষ্ট কিছুতেই দেখতে পারবেনা বিজেপি, নাটক জমেছে

ওয়েব ডেস্ক ২৩শে নভেম্বর ২০১৯: মহারাষ্ট্রে সরকার গঠনের নাটক এখনো শেষ হয়নি , সূচনা হয়েছে মাত্র । একদিকে যখন দেবেন্দ্র ফদনাভিস মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সঙ্গে দোসর অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী তখন দুপুর বেলাতেই শরদ পাওয়ার আর শিবসেনার উদ্ধব ঠাকরে এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেন ৩০শে নভেম্বর কিছুতেই বিজেপি তাদের সংখ্যা গরিষ্টতা প্রমান করতে পারবেনা । তাতে অবশ্য বিজেপির কোনো প্রতিক্রিয়া এখনো অবধি পাওয়া যায়নি ।
তবে এরকম একটা ঘটনা অজিত পাওয়ার করল কি করে ? এই প্রশ্নের উত্তরে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার বলে শিবসেনা নেতৃত্বাধীন সরকারকে সমর্থনের পরিপ্রেক্ষিতে এনসিপির বিধায়কেরা সই করেছিলেন যেই কাগজে সেটি অজিত পাওয়ার দিয়ে দেন রাজ্যপালকে । তাই ৫৪জন বিধায়কদের সই খুব ভালো ভাবেই বৈধ । আর এই কাগজটি মান্যতা পায় অজিত পাওয়ারের চিঠির জন্য যেটা তিনি তার নিজের প্যাডে লিখেছিলেন ।  কারণ তিনি এনসিপির পরিষদীয় দলের নেতা । কিন্তু অজিত পাওয়ার  ওপর অন্তত তিনজন বিধায়ক প্রচন্ড চোটে আছেন , তাদের বক্তব্য অজিত পাওয়ার  তাদেরকে ঠকিয়েছেন ।

No comments:

Post a Comment

loading...