Sunday, 10 November 2019

সর্বোচ্চ আদালতের রায় মাথায় পেতে নিলেন জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারিও

ওয়েব ডেস্ক ১০ই নভেম্বর ২০১৯: এবার দিল্লি জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারিও সর্বোচ্চ আদালতের রায় মেনে নিলেন আর সবাইকেই সেই রায়কে  সন্মান জানাতে বললেন । তিনি এও আহ্বান জানিয়েছেন অযথা এ নিয়ে কোনো বিতর্ক বিবাদ তৈরি করা উচিত হবেনা । গতকাল এক সাক্ষাৎকারে তিনি বলেন ভারতের মুসলিমরা শান্তি চায়।
এরইমধ্যে তারা বলেছেন আদালতের রায় মেনে নেবেন। আমরা রায় মেনে নিয়েছি। দীর্ঘদিন ধরে চলা হিন্দু-মুসলিম বিরোধের অবসান হওয়া উচিত।শনিবার বাবরি মসজিদ মামলার রায়ে ভারতের সর্বোচ্চ আদালত অযোধ্যার জমিতে মন্দির নির্মাণের নির্দেশ দিয়েছেন। এই জমির পরিবর্তে মুসলিমরা অযোধ্যার অন্য কোথাও মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি পাবেন।অযোধ্যার এই স্থানটিকে হিন্দুরা রামের জন্মভূমি হিসেবে পবিত্র মনে করে থাকেন। সেখানে প্রায় চারশ বছর আগে বাবরি মসজিদ নির্মাণ করা হয়।

No comments:

Post a Comment

loading...