ওয়েব ডেস্ক ২৩শে নভেম্বর ২০১৯: গতকাল দিনটাই অন্যরকম ছিল । একদিকে শেখ হাসিনা ওয়াজেদ আর অন্য দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । হাসিনাকে আপ্যায়ণে প্রচন্ড ব্যস্ত ছিলেন তিনি । সব দিক নিজে খতিয়ে দেখেন ।এখানেই শেষ নয় , শেখ হাসিনা পৌঁছনোর বেশ খানিকক্ষণ আগেই শুক্রবার দুপুরে ইডেনে পৌঁছে গিয়েছিলেন মমতা।
বি সি রায় ক্লাব হাউসের লাউঞ্জে বসেছিলেন বেশ কিছুক্ষণ। হাসিনা চলে এসেছেন শুনে বি সি রায় ক্লাবহাউসের গেটে চলে যান মমতা। পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসিনার সঙ্গে দেখা হতেই দুজনে দুজনকে বলছেন, 'কেমন আছেন?' এর পরে গেট পেরিয়ে ড্রেসিংরুমের মধ্য দিয়ে মাঠে ঢোকার পথে র্যাম্পে হঠাৎই পা পিছলে যায় হাসিনার। কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেন প্রধানমন্ত্রী। চকিতে হাসিনাকে ধরে ফেলেন মমতা। পাশে থাকা নিরাপত্তারক্ষীরাও সামলে নেন হাসিনাকে। এর পরে মমতা-হাসিনা মাঠে ঢুকতেই শুরু হয় দু'দেশের জাতীয় সঙ্গীত। ভারত-বাংলাদেশ দু'দেশেরই জাতীয় সঙ্গীতে মমতা গলা মেলালেন দেখে হাসিনা বলেন, 'একই কবি।' মমতার প্রত্যুত্তর, 'একই রবি।' কথা বলতে বলতেই এর পর হাসিনাকে নিয়ে মমতা চলে যান ক্লাব হাউসে নিজেদের নির্দিষ্ট আসনে। বাংলাদেশের একের পর এক উইকেট পড়ছে দেখে কিঞ্চিৎ বিমর্ষ লাগে হাসিনাকে।
বি সি রায় ক্লাব হাউসের লাউঞ্জে বসেছিলেন বেশ কিছুক্ষণ। হাসিনা চলে এসেছেন শুনে বি সি রায় ক্লাবহাউসের গেটে চলে যান মমতা। পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসিনার সঙ্গে দেখা হতেই দুজনে দুজনকে বলছেন, 'কেমন আছেন?' এর পরে গেট পেরিয়ে ড্রেসিংরুমের মধ্য দিয়ে মাঠে ঢোকার পথে র্যাম্পে হঠাৎই পা পিছলে যায় হাসিনার। কিছুটা ভারসাম্য হারিয়ে ফেলেন প্রধানমন্ত্রী। চকিতে হাসিনাকে ধরে ফেলেন মমতা। পাশে থাকা নিরাপত্তারক্ষীরাও সামলে নেন হাসিনাকে। এর পরে মমতা-হাসিনা মাঠে ঢুকতেই শুরু হয় দু'দেশের জাতীয় সঙ্গীত। ভারত-বাংলাদেশ দু'দেশেরই জাতীয় সঙ্গীতে মমতা গলা মেলালেন দেখে হাসিনা বলেন, 'একই কবি।' মমতার প্রত্যুত্তর, 'একই রবি।' কথা বলতে বলতেই এর পর হাসিনাকে নিয়ে মমতা চলে যান ক্লাব হাউসে নিজেদের নির্দিষ্ট আসনে। বাংলাদেশের একের পর এক উইকেট পড়ছে দেখে কিঞ্চিৎ বিমর্ষ লাগে হাসিনাকে।
No comments:
Post a Comment