ওয়েব ডেস্ক ১৫ই নভেম্বর ২০১৯: ভারতের দেয়ানি আইনে বিয়ে, পরিবার, সম্পত্তির ভাগাভাগির মতো কিছু বিষয়ে ধর্মীয় রীতিনীতি এবং বিধিনিষেধকে বিবেচনায় নেয়া হয়েছে। বিজেপি বহুদিন ধরেই বলে আসছে, তারা ভারতে অভিন্ন দেয়ানি আইন করতে চায়। এতে বিশেষ কোনও ধর্মীয় সম্প্রদায়ের জন্য আলাদা বিধি থাকবে না। বিজেপির নেতারা বিভিন্ন ফোরামে এই অভিন্ন দেয়ানি আইনের দাবি জোরদার করতে শুরু করেছেন।
বিজেপির জেনারেল সেক্রেটারি রাম মাধব থেকে শুরু করে প্রভাবশালী নেতা নাশিক কান্ত দুবে লোকসভার প্রথম অধিবেশনেই দাবি করেন, অভিন্ন দেয়ানি আইন করতে হবে। শুভজ্যোতি ঘোষের মতে, তিন তালাক নিষিদ্ধের পর মুসলিম পারিবারিক আইন অনেকটা খাটো হয়ে গেছে।
রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ সিং মনে করেন, নাগরিকত্ব আইন বাস্তবায়নের চেয়ে অভিন্ন দেয়ানি আইন করা বিজেপির জন্য বেশি কষ্টকর হতে পারে। তার মতে, বিয়ে ও সম্পত্তি নিয়ে ভারতের অনেক ধর্মীয় এবং গোষ্ঠীর আলাদা আলাদা বিধি আছে। এগুলো বাতিল করলে অনেকেই ক্ষিপ্ত হবে।
বিজেপির জেনারেল সেক্রেটারি রাম মাধব থেকে শুরু করে প্রভাবশালী নেতা নাশিক কান্ত দুবে লোকসভার প্রথম অধিবেশনেই দাবি করেন, অভিন্ন দেয়ানি আইন করতে হবে। শুভজ্যোতি ঘোষের মতে, তিন তালাক নিষিদ্ধের পর মুসলিম পারিবারিক আইন অনেকটা খাটো হয়ে গেছে।
রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ সিং মনে করেন, নাগরিকত্ব আইন বাস্তবায়নের চেয়ে অভিন্ন দেয়ানি আইন করা বিজেপির জন্য বেশি কষ্টকর হতে পারে। তার মতে, বিয়ে ও সম্পত্তি নিয়ে ভারতের অনেক ধর্মীয় এবং গোষ্ঠীর আলাদা আলাদা বিধি আছে। এগুলো বাতিল করলে অনেকেই ক্ষিপ্ত হবে।
No comments:
Post a Comment