ওয়েব ডেস্ক ১৩ই নভেম্বর ২০১৯: এটা কার্যত পরিষ্কার রাম মন্দিরের স্বপক্ষে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রত্যক্ষ্য ভাবে নিজের সমর্থন এবং নিজের যতটা সম্ভব প্রভাব খাটিয়েছিলেন , বাকিটা সর্বোচ্চ আদালতের রায় । এবার তার তদারকির মুন্সিয়ানায় আপ্লুত হয়ে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দিরের ট্রাস্টের প্রধান করা হোক তাকেই। এমনই সুপারিশ করেছে রাম জন্মভূমি ন্যাস। তবে ন্যাস চায়, মুখ্যমন্ত্রী হিসেবে নয়, গোরক্ষপীঠের মহন্ত হিসেবে মন্দিরের ট্রাস্টেরও প্রধান হওয়া উচিত যোগি আদিত্যনাথের।
ন্যাসের নেতৃত্বদানকারী মহন্ত নৃত্য গোপাল দাস বলেন, রাম জন্মভূমি ন্যাস চায় যোগি আদিত্যনাথ ট্রাস্টের প্রধান হিসেবে দায়িত্ব নিন। রাম মন্দির আন্দোলনে বিশিষ্ট ভূমিকা পালন করেছে গোরক্ষপীঠের গোরক্ষনাথ মন্দির। আর সেখানকার মহন্তরা যেমন মহন্ত দিগ্বিজয় নাথ, মহন্ত অবেদ্যনাথ এবং এখন মহন্ত যোগি আদিত্যনাথ মন্দির আন্দোলনের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন।ফলে যোগীর ওপর ভরসা করাই যায় বলে মনে করছে রাম জন্মভূমি ন্যাস। তারা চায়, ট্রাস্টের অন্য দুই সদস্য হতে পারেন যথাক্রমে চম্পত রায় (বিশ্ব হিন্দু পরিষদের সহ-সভাপতি) এবং ওম প্রকাশ সিংহল (ভিএইচপি কোষাধ্যক্ষ)।সব মিলিয়ে চিত্রনাট্য একেবারেই তৈরি, এবার শুধু সময়ের অপেক্ষা , কবে রাম মন্দির তৈরি হওয়া শুরু হয় আর কবে শেষ হয় ।
ন্যাসের নেতৃত্বদানকারী মহন্ত নৃত্য গোপাল দাস বলেন, রাম জন্মভূমি ন্যাস চায় যোগি আদিত্যনাথ ট্রাস্টের প্রধান হিসেবে দায়িত্ব নিন। রাম মন্দির আন্দোলনে বিশিষ্ট ভূমিকা পালন করেছে গোরক্ষপীঠের গোরক্ষনাথ মন্দির। আর সেখানকার মহন্তরা যেমন মহন্ত দিগ্বিজয় নাথ, মহন্ত অবেদ্যনাথ এবং এখন মহন্ত যোগি আদিত্যনাথ মন্দির আন্দোলনের অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন।ফলে যোগীর ওপর ভরসা করাই যায় বলে মনে করছে রাম জন্মভূমি ন্যাস। তারা চায়, ট্রাস্টের অন্য দুই সদস্য হতে পারেন যথাক্রমে চম্পত রায় (বিশ্ব হিন্দু পরিষদের সহ-সভাপতি) এবং ওম প্রকাশ সিংহল (ভিএইচপি কোষাধ্যক্ষ)।সব মিলিয়ে চিত্রনাট্য একেবারেই তৈরি, এবার শুধু সময়ের অপেক্ষা , কবে রাম মন্দির তৈরি হওয়া শুরু হয় আর কবে শেষ হয় ।
No comments:
Post a comment