Sunday, 17 November 2019

শেখ হাসিনা -মমতা বন্দ্যোপাধ্যায় -অমিত শাহ এক সারিতে,পড়ুন

ওয়েব ডেস্ক ১৭ই নভেম্বর ২০১৯: কলকাতার ইডেন গার্ডেনে ঘণ্টা বাজিয়ে ঐতিহাসিক ডে-নাইট টেস্টের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ক্রিকেটের নন্দনকাননে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  ২২ নভেম্বর ইডেনে শুরু হবে ভারতে প্রথম দিন-রাতের টেস্ট। যেটা বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর এক ঐতিহাসিক পদক্ষেপ। টেস্টের প্রথম দিনের খেলার পরে রাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে সিএবি।
সিএবি সচিব জানান ‘এটি একটি ঐতিহাসিক ঘটনা। সুতরাং এই টেস্ট ম্যাচ স্মরণীয় করে রাখার আমরা সবরকম চেষ্টা করছি। প্রায় দু’ দশক পর ভারত-বাংলাদেশ টেস্ট খেলতে নামছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আমরা সবরকম ব্যবস্থা করবো।’
প্রথম দিনের খেলার পর দুদলের সাবেক অধিনায়কদের সংবর্ধনা দেয়ার পাশাপাশি বক্তব্য রাখবেন উপস্থিত রাজনৈতিক হেভিওয়েটরা। ক্রিকেটারদের প্রতিনিধি হিসেবে বক্তার ভূমিকায় দেখা যেতে পারে শচিন টেন্ডুলকারকে। এছাড়াও উপস্থিত থাকবেন রাহুল দ্রাবিড়ও। ইডেনে ঐতিহাসিক টেস্টে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হওয়া বাংলাদেশ ও ভারতীয় দলের ক্রিকেটারদের।ইডেনে টেস্টে উপস্থিত থাকার বিষয়ে দু’দেশের তিন রাজনৈতিক ব্যক্তিত্ব ইতিমধ্যেই সবুজ সঙ্কেত দিয়েছেন বলে সিএবি-র তরফে জানা গিয়েছে। ঐতিহাসিক এই টেস্টে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও। যদিও প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনও পর্যন্ত কোনও উত্তর আসেনি বলে জানিয়েছে সিএবি। দিবা-রাত্রির টেস্ট উপলক্ষ্যে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি চলছে ইডেনে। গণ্যমান-অতিথিদের বসার ব্যবস্থা করা হয়েছে ক্লাব হাউসের প্রেসিডেন্ট বক্সে।

No comments:

Post a Comment

loading...