ওয়েব ডেস্ক ৯ই ডিসেম্বর ২০১৯: স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ সোমবার লোকসভায় নাগরিকতা সংশোধন বিল পেশ করবেন। বিজেপি তাঁদের সমস্ত সাংসদদের ৯ থেকে ১১ ডিসেম্বর সংসদে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করেছে। এই বিল পাস হলে প্রতিবেশী দেশ থেকে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন আর পারসি শরণার্থীদের ভারতীয় নাগরিকতা দেবে।যদিও, অসম আর উত্তর-পূর্বে এই বিল নিয়ে বিরোধিতা শুরু হয়েছে আরেকদিকে, এই বিল নিয়ে কংগ্রেসের অবস্থান কি হবে, সেটা নিয়ে কংগ্রেসের সংসদীয় গ্রুপের বৈঠক ১০ জনপথে জারি আছে। সনিয়া গান্ধীর সাথে কংগ্রেস নেতাদের বৈঠক চলছে। সুত্র অনুযায়ী, শিবসেনা এই বিলের সমর্থন করতে পারে।
প্রসঙ্গত, গত বুধবার মোদী ক্যাবিনেট এই বিলকে মঞ্জুরি দিয়েছে। ক্যাবিনেট মিটিং এর পর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছিলেন নাগরিকতা সংশোধন বিল দেশের স্বার্থের দিকে নজর রেখে পেশ করা হবে। জাভড়েকর বলেন, ‘আমার পুরো বিশ্বাস হল যে যখন এই বিলের নিয়মের ঘোষণা করা হবে, তখন উত্তর-পূর্ব আর গোটা দেশ এই বিলকে স্বাগত জানাবে।”
প্রসঙ্গত, গত বুধবার মোদী ক্যাবিনেট এই বিলকে মঞ্জুরি দিয়েছে। ক্যাবিনেট মিটিং এর পর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছিলেন নাগরিকতা সংশোধন বিল দেশের স্বার্থের দিকে নজর রেখে পেশ করা হবে। জাভড়েকর বলেন, ‘আমার পুরো বিশ্বাস হল যে যখন এই বিলের নিয়মের ঘোষণা করা হবে, তখন উত্তর-পূর্ব আর গোটা দেশ এই বিলকে স্বাগত জানাবে।”
No comments:
Post a comment